
" দোস্ত ছবিটা দেখার সময় বারবার চোখ ভিজে আসছিল, আমার ছোট ভাইয়ের কথা খুউব মনে পড়ছিল।তোতলা হওয়াতে আমার ভাইকে ওর বন্ধুরা খুব খেপাতো।স্কুল থেকে বাসায় এসে ঘণ্টার পর ঘণ্টা রুমের ছিটকিনি বন্ধ করে কান্না করত।আমার ভাই কোনদিন কারো ক্ষতি করত না পারলে যেচে গিয়ে উপকার করতো। "
কয়েকদিন আগে আমার এক বন্ধুকে মুভিটি সাজেস্ট করেছিলাম।গতকাল চায়ের দোকানে বসে সে এই কথাগুলো বলেছিল।আমি জিগ্যেস করেছিলাম এন্ডিংটা কেমন লেগেছে।বন্ধু বলল, চোখ ভর্তি পানির সাথে প্রশান্তির হাঁসি।
রিভিউ ভালো লিখতে পারি না আর মনেও হয় না আর কিছু বলার আছে তবে এতটুকু বলতে পারি আমেরিকান বেস্ট সেলার বইয়ের উপর নির্মিত এই মুভিটি আপনার হৃদয়কে যেমন নাড়া দিবে তেমনি চলার পথের অনুপ্রেরনাও যোগাবে।
তো দেরী কেন ! ঝটপট নামিয়ে দেখে ফেলুন।আপনার লিস্টে ভালো একটা মুভি যোগ হতে যাচ্ছে গ্যারান্টি
Wonder (2017)
IMDB : 8.0
R.T :85%
Personal Rating : 9/10
#Happy_Watching
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



