
আমি হয়তো কোন একসময় পাহাড় ছিলাম
আমার পাড় ঘেঁষে বয়ে চলত একটি নদী
ঠিক সরু কটিদেশের চপলা ললনার মত
ওর যৌবনের উন্মত্ত ঢেউ আমার শক্ত কালো দেশে আছড়ে পড়ত।
কিন্তু আমি ভালোবেসেছিলাম একটুকরো মেঘক
ভর দুপুরে গরমে যখন অতিষ্ঠ হঠাৎই
তপ্ত সূর্যকে আড়াল করে ও উঁকি দেয়
আমি রাজ্যের বিস্ময় নিয়ে তাকিয়ে থাকি
তারপর থেকে ও আমার আশেপাশেই থাকতো
সাদা পালক নেড়ে ভেসে বেড়াতো,কি শান্ত!
খুঁটে খুঁটে কথা বলতো।
আমি ওকে মেঘকুমারী বলে ডাকতাম
ও খুব লজ্জা পেত
দিনরাত এক করে আমরা কথা বলতাম
আমি জানতাম মেঘেদের মৃত্যু হয়
কিন্তু মেঘকুমারীকে কখনো তা ভাবতে দেইনি
আকাশের রামধনু থেকে রঙ নিয়ে সে সাজতো
পরিযায়ী পাখিদের দেখে স্বপ্ন দেখা শিখেছিল....
..........................................................
..........................................................

সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



