
প্রোগ্রামিং এর লুপের মত জীবনটাও যেন পাক খেয়ে ঘুরছে।প্রোগ্রামিং এ না হয় ব্রেক স্টেটমেন্ট দিয়ে লুপ থেকে বের হওয়া যায় কিন্তু জীবনের লুপ থেকে বের হওয়ার ব্রেক স্টেটমেন্ট কি আছে?
ধরে নিলাম প্রতিদিনের রুটিনবিহীন কাজের কথা যেখানে ক্লাস,খাওয়াদাওয়া,ঘুম,বিনোদন,ব্যায়াম কোন কিছুই ঠিকঠিকানা নাই।এক অদৃশ্য অনিশ্চিত গোলকধাঁধার মধ্যে ঘুরপাক খাওয়ার মত।পৃথিবী থেকে খুব জোরে কোন বস্তুকে ছুঁড়ে ফেলা হলে তা যেমন মহাকর্ষ টানে পৃথিবীকে
কেন্দ্র করে অযথাই ঘুরপাক খেতে থাকে ঠিক তেমনি আমিও যেন অলসতা নামক বোকা গোলকের চারপাশে ঘুরে মরছি।
নাহ একে শুধু অলসতা বলা যাবে না এর সাথে বিষাক্ত গ্যাসের মত আছে অনীহা,অতৃপ্তি,হতাশা,বিষণ্ণতাএকাকীত্ববোধ।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



