
'জুইলাই গণ অভ্যুত্থান শক্তি' নতুন প্ল্যাটফর্ম কে সাধুবাদ জানানোর সময় এসে গেছে। একাত্তর পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় যুদ্ধ বা বিপ্লব পারফেক্টলি সংগঠিত হয় চব্বিশের জুলাইয়ে এবং সম্পন্ন হয় আগস্টের ৫ তারিখে।
এই আন্দোলন সংগ্রাম,যুদ্ধ,বাংলাদেশের দীর্ঘ সময়ের একটি ঐতিহাসিক জয় ছিলো। এক এগারোর সরকারের মাধ্যমে গঠন হওয়া সরকারের ফ্যাসিজম শুরু হয় ২০০৯ সালের রাষ্ট্রের কিংবদন্তী সব সেনা অফিসারের হত্যাযজ্ঞের মাধ্যমে,পিলখানার সেই করুণ সময়ের পরেই মূলত গঠিত হয় এই ফ্যাসিজম। এরপর কথিত যুদ্ধাপরাধের নামে শাহবাগের সেই বিস্ময়কর মবের মধ্যে বিচারবহির্ভূত হত্যাযজ্ঞ ও শাপলার নির্মমতার মধ্যে দিয়ে জাস্টিফাই বা মজবুত করা হয় ফ্যাসিজমকে।
মানুষের বাক স্বাধীনতা,ভোটাধিকার হরণ করা,মতের বিরুদ্ধে গেলেই রাজাকার কিংবা পাকিস্তানি,আলবদর,আল সামস,পাকিস্তানি দোসর,শিবির ইত্যাদি ট্যাগিং বসিয়ে যাকে তাকে হত্যা গুম,খুন,চাঁদাবাজিকে বৈধতা দেয়ার মাধ্যমে বিনা ভোটে নির্বাচিত সরকারের নামে যে সন্ত্রাসী সরকার গঠিত হয়।
নানান মতের,নানান দলের,নির্দলীয় মানুষের এই যে দীর্ঘ ষোলো বছরের আন্দোলন সংগ্রাম,সফলতা,অ-সফলতার মধ্যে দিয়ে যে জুলাই সংগঠিত হয় সেই সত্যকে ধারণ করা আমাদের জন্য ওয়াজিবের পর্যায়ে পড়ে৷ জেল জুলুম অত্যাচার শহীদ ও গাজী বীরদের আত্মত্যাগের যে স্বাধীনতা এলো সেই স্বাধীনতার সত্যকে রচনা করতে মিথ্যাকে কবর দিতে জুলাই বিপ্লবের শক্তিকে আমাদের সকলের আগলে রাখা উচিৎ৷
আমরা সবাই জুলাই শহীদ হিসেবে নিজেদেরকে বাকি জীবন ধারণের উতসাহ যেন পাই,আমরা যেন আর কোন ফ্যাসিজমকে কায়েম করতে না পারি সেজন্যই আমাদের এই জুলাই বিপ্লব। আপনি যে দলের হোন,দল না করুন কিন্তু জুলাইকে বিকৃত করতে যাইয়েন না। একাত্তরের সব কিছু যেভানে বিকৃত করে আমাদের উপর একটা মিথ্যাচার চাপিয়ে দেয়া হল সেই মিথ্যার কবর রচনা যেভাবে হয়েছে ঠিক একিভাবে আগত নব্য ফ্যাসিজমের ও কবর রচনা করার মত নিজেদেরকে শক্তিমান করে গড়ে তুলতে হবে বলে আমি মনে করছি।
অনেকে অনেক কিছু লিখে ফেলেছেন,অনেকে অনেক মতামত দিয়েছেন,দিচ্ছেন,এবং ফর্মে ফিলাপ করবেন বলে আশা রাখি। 'জুলাই অভ্যুত্থান শক্তি'র প্রতি আমার নসিহা হলো,আমরা যেন কাউকে তার যোগ্যা ক্রেডিট দিতে ভুল না করি,আমরা যেন জুলাইকে বিতর্কিত না করি। আমাদের একমাত্র লক্ষ্যে উদ্দেশ্য হোক স্বাধীনতাকে ধারণ করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলা। আমাদের লক্ষ্যে উদ্দেশ্য হোক আগামী দিনে যাতে ধর্মের জন্য শ্রেফ ধর্মের জন্য শাহবাগের মত কোন মব তৈরী না হোক। আমরা সকল অন্যায়ের বাধা হব,আমরা সকল ন্যযাতার অংশ হব,আমরা সকল মিথ্যাকে গুড়িয়ে দেব,আমরা সকল সত্যকে তুলে নিয়ে আসবো।
আমাদের প্রত্যয়ও একটা,আমরা আমাদের স্বাধীনতা ও স্বাধীনতার স্বার্বভৌমত্ব রক্ষা করে আমাদের ধর্মীয় আদলে নিজেদের এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া।
আমরা সবাই জুলাই হয়ে উঠবো,আমরা সবাই যোদ্ধা হয়ে উঠবো,আমরা সবাই বিপ্লবী,আমরা জুলাইকে আকড়ে ধরে এমন এক ইতিহাস রচনা করতে চাই যে ইতিহাস আমাদেরকে একটা সভ্য ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করবে।
জুলাই চলমান থাকবে,জুলাই আমাদের একটা অংশ,আমাদের জীবনের একটা বড় অংশ,জুলাই আমাদের অশ্রুর কথা,জুলাই আমাদের স্বাধীনতা।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২৫ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



