সকালবেলা শহরটা থাকে জনশূন্য
দুপুরবেলা হাঁটা যায়না গোলযোগের জন্য,
চারিদিকে শুধু দেখিতে পাই
গাড়ি, টেক্সী আর রিক্সা ছাড়া কিছুই নাই।
কলকারখানার শ্রমিকগন, কাজ করে সারাক্ষন
বিরতি পাইনা তারা এক মিনিটের জন্য।
বলে তারা করবো আরো নানা রকম উৎপাদন
হবে দেশের উন্নয়ন,
সোনার দেশ হবে একদিন এইতো মোদের আশা
সেদিন আর থাকবোনা মোরা
কুলি, মজুর আর চাষা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




