তাই বলবো ধুমপান ছেড়ে দিন আপনার জন্য আপনার প্রিয়জনদের জন্য , এবং সমাজের মানুষের প্রতি ও তো আপনার কিছু দায়িত্ব আছে তাইনা ? আর যারা ছাড়তে পারবেন না , তাদের বলি, একটু আড়ালে কিংবা যে কোন একটা জায়গায় দাঁড়িয়ে এই ধুমপানের কাজটা সেরে আসুন। তাতে অন্তত আমারা একটু শান্তিতে পথ চলতে পারবো। আমার খুব কষ্ট হয়েছে কারণ আমার একটু শ্বাস কষ্ট আছে, এমন হয়তো অনেকেরই আছে, যাদের প্রতিনিয়তো বাইরে যেতে হয় কাজের তাগিদে।
'' সিগারেটের প্যাকেটে লিখা ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর '' তবুও কি আমরা সচেতন হবনা ? যারা তৈরি করচেছ তারা কিন্তু তাদের কোন দোষ রাখছেনা , তাহলে কেন জেনে শোনে আমরা এই বিষ পান করবো ? আমাদের অনুরোধ আমাদেরকে একটু সুস্থ্য ভাবে বাচঁতে দিন।
তাই আসুন সবাই মিলে এই ধুমপানের বিরুদ্ধে জোড়ালো প্রতিবাদ জানাই।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



