২০২৩ সালের প্রথম নাটক আমার দেখা হলো ভিকি জাহেদের পরিচালিত নাটক কাজলের দিনরাত্রি। আর এই রিভিউ লেখার সাথে আমি নিজেও একটা রেকর্ড করলাম যে এটি হলো আমার প্রথম নাটকের ওপর কোনো রিভিউ লেখা। সবসময় শুধু সিনেমা বা ইংরেজি টিভি সিরিজ নিয়ে রিভিউ লিখেছি, বাংলা নাটক নিয়ে কখনই কোনো রিভিউ লেখা হয়নি বা রিভিউ লেখার ইচ্ছে প্রকাশ করেনি। তবে ভিকি জাহেদের এই নাটক দেখার পর মনে হলো আমার অবশ্যই একটি রিভিউ লেখা উচিত।
এর আগেও ভিকি জাহেদ পরিচালিত নাটক আমার দেখা হয়েছে এবং আমার কাছে তার কাজ খুবই পছন্দ হয়েছে। সত্যিকারভাবে সে চমৎকার একজন পরিচালক। আর এই নাটকের মূল আকর্ষণ ছিল মেহজাবিনের দূর্দান্ত অভিনয়। অভিনয় করতে হলে একটা ক্যারাক্টারের সাথে ঠিক যেভাবে মিশে যেতে হয় মেহজাবিন ঠিক সেটাই করতে সক্ষম হয়েছে। এক কথায় তার অভিনয় ১০/১০ ছিল।
এছাড়া সামিয়া অথৈ এর অভিনয় আমার বেশ ভালো লেগেছে। তার নাটক আমার প্রথম দেখা হলো। অভিনয় বেশ চমৎকার ছিল। আর যেটা বলতেই হয় নাটকের শেষ কয়েক মিনিটের টুইস্টা ছিল এক্কেবারে অনাকাঙ্খিত। ভাবতেও পারিনি পরিচালক এরকম টুইস্ট দেবে।
যাই হোক নাটকটি আমার ভালো লেগেছে আর আপনারা পারলে দেখবেন। ইউটিউবের লিংকটি দিলাম। আমি ৯.৫/১০ দেব।
শুনি, প্রয়াত ধ্বনি; - কাচের চুড়ির এবং বিগত ইচ্ছেকালের একটি নিহত স্লোগান। গোলাপের সুগন্ধিকাল চেপে রাখা বইটি জানে কতটা বিখ্যাত এই স্মৃতির... ...বাকিটুকু পড়ুন
আলম সাহেব একজন বাড়িওয়ালা হিসেবে বেশ মানবিক মানুষ। অনেক বাড়িওয়ালার ধন আছে মন নেই। অনেকের আবার মন আছে ধন নেই কিন্তু আমাদের বাড়িওয়ালা আলম সাহেব ধনে,মনে, জনে পরিপূর্ণ।
বলা হয়ে থাকে মসজিদে নববীর মাঝে এই স্থানটি হলো এক টুকরো বেহেশত নাম তার রিয়াজুল জান্নাত, সেই রিয়াজুল জান্নাতের গম্বুজের মাঝে অসাধারন কারুকাজ করা ঝাড় লন্ঠন বেশ কয়েক... ...বাকিটুকু পড়ুন
‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে।’ সম্প্রতি অভিনয়শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন নাট্যজন মামুনুর... ...বাকিটুকু পড়ুন