...........................................................................................................................।
.....................অংশ-১
মাননীয় প্রধানমন্ত্রী বুবুজান,
আশা করি, আপামর জনসাধারণের উষ্ণ ভালোবাসার ভোটে নিরুঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা লাভ করিয়া দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হইয়াছেন বলিয়া বেশ ফুরফুরে মেজাজেই রহিয়াছেন। আপনাকে জানাই সংগ্রামী সালাম। আপনি বাংলাদেশের জাতির জনকের কইন্যা বলিয়া আপনাকে বুবুজান বলিয়া সম্বোধন করিলাম।
পর সমাচার এই যে, আপনার নব গঠিত সরকার ও নতুন মন্ত্রী পরিষদ এবং অন্যান্য কিছু বিষয় আপনার সদয় জ্ঞাতার্থে পেশ করিবার চেষ্টা করিবো।
মন্ত্রী সভা,
মাননীয় বুবুজান, আপনি আপনার দলের অনেক সিনিয়র ও অভিজ্ঞ নেতা-নেত্রীদের মন্ত্রীপরিষদে ঠাঁয় না দিইয়্যা অপেক্ষাকৃত তরুণ ও দূর্নীতিমুক্ত ব্যক্তিদের স্থান দিয়া রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনার স্বচ্ছ মনোভাব দেখাইয়াছেন। কিন্তু দায়িত্ব গ্রহণের শুরুতেই মাননীয়া স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাডাম যেসব বক্তব্য প্রদান করিয়াছেন তাহাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি কতোটুকু দক্ষতার সহিত পরিচালনা করিতে পারিবেন তাহা আজ প্রশ্নবিদ্ধ হইয়াছে। মাননীয়া স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাডামকে খেয়াল রাখিতে হইবে যে, এখন তিনি শুধু কোনো একটা রাজনৈতিক দলের লোক নহেন, তিনি সরকারের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী, সুতরাং কথা বলিবেন ঠোঁট মাপিয়া মাপিয়া। রাষ্ট্রের শান্তি শৃংখলা রক্ষার দায়-দায়িত্ব তাহারই। আমরা চাই না, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আর কোনো মন্ত্রী বিতর্কিত হউক তাহাদের দায়িত্বহীন অমূলক কথাবার্তার জন্য।
........................চলবে>>>>>>>>>>>>>........।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



