বৃষ্টির জল অাজ শুকিয়ে যাচ্ছে,
তপ্ত সূর্যের কাছে হার মেনে নিচ্ছে তারা;
সব জলবিন্দু গুলো উবে যাচ্ছে হাওয়ায়।
অজানা কোনো উদ্দেশ্যে!
শব্দগুলো অাজ অগোছালো,
কবিতার সমীকরনে অাজ মিলছে না তারা;
নতুন কোনো কাব্যের মাঝে লুকিয়ে নিচ্ছে নিজেকে।
হয়তো,অজানা কোনো উদ্দেশ্যে!
মেহেদী মাখা হাতগুলোতে অাজ অার
লালিমার কোনো অাভাস নেই।
শুভ্র বর্নে হারিয়ে যাচ্ছে সেগুলো।
হুম,অজানা কোনো উদ্দেশ্যেই!
তাইতো,
খুঁজে ফিরছি উবে যাওয়া জল,
খুঁজে ফিরছি লুকিয়ে যাওয়া শব্দগুলো;
অার খুঁজছি লালিমায় অংকিত হাতগুলো।
কি জানি,
হয়তো, কোনো অজানা উদ্দেশ্যের কারনেই!
--রিশান মাহমুদ রোহান