... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
২. রমজানের মধ্যে হঠাৎ করেই কাঁচা মরিচের দাম আকাশ চুম্বী হয়ে গেলো। মরিচের দাম এক লাফে আড়াই থেকে ৩ গুণ হয়ে গেলো। সেসময় বাজারে গিয়ে যদিও বা সবজি বিক্রেতার কাছ থেকে ৫ টাকার মরিচ চেয়ে বসেছি তো সে এমন ভাবে কড়া চোখে তাকাতো যেন ৫ টাকার মরিচ চেয়ে কি ভীষণ অপরাধটাই না করেছি। এর কদিন আগেও ৫ টাকায় ১০০ গ্রাম মরিচ কিনেছি। অপরদিকে দেশের কোথাও মরিচের কোন সংকট যে ছিলো এমনটিও নয়। তা সত্ত্বেও মরিচের দাম চলে গিয়েছিলো নাগালের বাইরে। গতকাল রাতে অফিস থেকে ফেরার পথে বাজারে গিয়ে শসা কিনে দুই টাকার ভাংতি বিক্রেতার নিকট না থাকায় মরিচ দিয়ে দিতে বললে সে অবলিলায় বেশ অনেকগুলো মরিচ দিয়ে দিলো। তখন মনে পড়লো ঠিক একটি মাস আগেও যদি বিক্রেতাকে দুই টাকার মরিচ দিতে বলতাম, তবে নির্ঘাৎ সে তেড়ে আসতো।
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
৩. জাতি হিসেবে আমরা নিজেদেরকে অনেক দামী দাবি করি। ভাষার জন্য আমরাই একমাত্র জাতি যারা রক্ত দিয়েছি, স্বাধীনতা যুদ্ধে অনেক তাজা প্রাণ ঝরে গেছে, দেশের প্রতি মমত্ত্ববোধ অপরিসীম আমাদের ... প্রভৃতি ... প্রভৃতি। তবে নৈতিকতার স্থান থেকে আমরা যে অনেকটাই নিচে নেমে গেছি সেটা বোধ হয় এখন স্বীকার করার সময় এসেছে। নইলে একমাসের ব্যবধানে কল্পনাও করতে পারছি না, কিভাবে নৈতিকতার সীমা আমরা ছাড়িয়েছিলাম। উপরের ঘটনা দুটি তো কেবল উদাহরণ মাত্র। এরকম অসংখ্য ঘটনা অহরহ আমাদের চারপাশে ঘটছে, যেগুলোর বর্ণনা দেবার প্রয়োজন নেই। কারণ আমরা সকলেই ‘নিজেদের চারিত্রিক দোষে নিজেরাই এখন দুষ্ট’।।
২৫-০৯-১০
রাত ১২-৫১ মিনিট
মোহাম্মদপুর, ঢাকা।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫৬