এখন আর ব্রিটিশ সরকার ব্যর্থ না ? সরকার বর্ণ বাদী না ? এটা যদি অন্ন কোন দেশে হত , তাহলে তো ওই মাদারচোদ দের মাথায় আগুন ধরে যেত । হাজার হাজার যুবক যেখানে আন্দোলন করছে বর্ণ বাদী সরকারের বিরুধ্যে । শত শত সকল শ্রেনীর মানুষ যেখানে লুট তরাজ করছে , সেখানে সরকার ব্যর্থ না ? শনিবার রাত থেকে শুরু হওয়া দাঙ্গায় শিক্ষক, নিরাপত্তাকর্মী, ডাকপিয়ন, বাবুর্চি, কোটিপতির মেয়েও লুটেরাদের দলে ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার তাঁদের আদালতে হাজির করা হয়েছে।
যুক্তরাজ্যের উপ-পুলিশ কমিশনার স্টিফেন কাভানাগ বলেন, বুধবার রাত থেকেই লুটেরাদের চিহ্নিত করতে এবং লুট হওয়া মালামাল খুঁজে বের করতে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে। বিভিন্ন স্থানে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।’
লুটতরাজ এবং অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৮৮৮ জনকে গ্রেপ্তার করেছে। এই হচ্ছে মিডিয়ার প্রভাব, যার দ্বারা খবর একটু ভিন্ন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



