আজ পেপার পত্রিকা খুললে ই নানা রকম দুর্ঘটনা, রোড একছিড্যন্ট, খুন খারাপি তে ভর্তি থাকে । দেশের জনগন আছে নানা মুখি সমস্যাতে । মানুষ সব েক্ষত্রে দিশেহারা। কেউ কি এমন একটা দিক দেখাতে পারবেন যে বাংলাদেশের সেই দিক টা খুব ভাল চলছে ? পারবেন না । সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সব যায়গায় নানা রকম অনিয়ম আর অনিয়ম । বি আর টি সি, বিমান, টি সি বি, রেল, লঞ্চ, এরকম নাম বলে শেষ করা যাবেনা । মানুষ শুধু ঢাকা র দিকে ছুটছে ।কেন ? আর কি কোন যায়গা নাই বাংলাদেশে এ ? আছে কিন্তু আমাদের দেশের সরকার গুলো ইচ্ছা করে মানুষ দের এই সীমাহিন কষ্টের মধ্যে রেখেছে । একটা জিনিস খেয়াল করে দেখেন, মানুষ ব্যবসা করতে,পরালেখা করতে, চাকরি করতে , মামলা করতে, চিকিৎসা করতে প্রতিটি ক্ষেত্রে ঢাকাতে কেন ? সরকার কি পারেনা ঢাকা কে বি কেন্দ্রিকরন করতে ? পারে । আজ ঈদে লোকজ্জন বাড়ি যাবে, টিকিটের জন্য হাহা কার । কেন আজ ঢাকার উপর এই চাপ । বিগত ৩০/৩৫ বছর রাজনীতি বিদেরা বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ অঞ্চল টাকে একেবারে পঙ্গু করে রেখেছে । আজ দেশের ওই দুই অঞ্চলে কোন কল কারখানা নেই পর্যাপ্ত লোক বল এর কর্ম সংস্থানের জন্য । এগুলো থাকলে দেশের আজ এই অবস্থা হত না । মংলা স্থল বন্দরকে আধুনিকরন না করে অবহেলাতে ফেলে রেখেছে । গ্যস সরবরাহ না দিয়ে ইন্ড্রাস্ট্রি গড়ে উঠছে না । আজ রেডি ও , টেলিভিশান এ শুধু নানা রকম আলোচনা শুনি কিন্তু কখন ও কাউ কে এগুলো নিয়ে আলোচনা করতে দেখলাম না । আজ কেন বাংলাদেশ নেভীর , আর্মি , কোস্ট গার্ড সব কিছুর হেড কোয়ার্টার ঢাকাতে ?? এগুলো সরিয়ে দিয়ে ,দেশের সব বড় বড় শহর গুলকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে হবে । ঢাকা থেকে গার্মেন্টস কারখানা সরিয়ে নিতে হবে । তাহলে আর জনগনের ট্রেনের টিকিটের জন্য হাহাকার দেখা যাবে না । দেশের জনগন জতদিন বিবেকবান না হবেন এই বিষয় গুল নিয়ে আন্দলন না করবেন ততদিন কিছুই হবে না । ঢাকা কে বিকেন্দ্রীকরণ এর সময় এসে গেছে,অন্নথায় যত কথা যে যাই বলুক কোন কাজ হবে না ।
কেন আমরা সবাই ঢাকা তে !!!!!!??? শীঘ্রই ঢাকা কে বিকেন্দ্রীকরণ করুন ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
পানির অপচয় রোধ: ইসলামের চিরন্তন শিক্ষা এবং সমকালীন বিশ্বের গভীর সংকট
পানির অপচয় রোধ: ইসলামের চিরন্তন শিক্ষা এবং সমকালীন বিশ্বের গভীর সংকট

পানি জীবনের মূল উৎস। এটি ছাড়া কোনো প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা ইরশাদ করেন:
وَجَعَلۡنَا... ...বাকিটুকু পড়ুন
মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৭)
ষষ্ঠ পর্বের লিঙ্কঃ মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫-….(৬)
০৬ জুন ২০২৫ তারিখে সূর্যোদয়ের পরে পরেই আমাদেরকে বাসে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হলো। এই দিনটি বছরের পবিত্রতম দিন।... ...বাকিটুকু পড়ুন
হাদিকে shoot করে লাভবান হলো কে?

শরিফ ওসমান হাদি যিনি সাধারণত ওসমান হাদি নামে পরিচিত একজন বাংলাদেশি রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি ত্রয়োদশ... ...বাকিটুকু পড়ুন
আধা রাজাকারি পোষ্ট ......

আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার কাছে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বা পূর্ব পাকিস্তানের সঙ্গে আজকের বাংলাদেশের তুলনা—এসব নিয়ে কোনো আবেগ বা নস্টালজিয়া নেই। আমি জন্মগতভাবেই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা কেন ভারতীয় বাহিনীকে বাংলাদেশে দীর্ঘদিন রাখেনি?

কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।
ব্লগে নতুন পাগলের উদ্ভব ঘটেছে;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।