আজন্ম শরীর--
কেঁপে কেঁপে ওঠে উত্তেজনায়--
প্রজন্ম নাকি বিচ্যুত-যখন শালীনতা বিঘ্নিত নগ্নতায়--
প্রশ্বাসপূর্ব নিঃশ্বাসেও সেই নিষিদ্ধ বাষ্প-
শুদ্ধতা দুর্লভ--
চেতনাও বিপথে আমোঘ আচ্ছন্নতায়-
সেই কবে নেশাতুর
মিলেমিশে ভাংচুর-
তোমারও সায় ছিল আমার থাবায়--
ভাবে সারাক্ষন- কদাকার মন-
এই তবে মানষিক প্রসটিটিউশন--
ভবিতব্যে নিজেকে হারায়---
অবশেষে শুভবুদ্ধি--
হবে নাকি আত্মশুদ্ধি--
কিন্তু হায়---
তবুও হলো না ফেরা আমার আমায়--!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




