১৯৭১ থেকে ২০১৩...সময় মানুষকে চিনিয়ে দেয়...এই দুই সময়ের মধ্যে কত মিল...আজ যদি মুক্তিযুদ্ধ হত নিশ্চিত করে বলতে পারি কারা এর পক্ষে থাকত আর কারা থাকত না...৭১ এও মুক্তিযুদ্ধ কে নাস্তিক ভারতীয় দালালদের ষড়যন্ত্র বলে এর বিরোধিতা করা হয়েছে...এখনও নতুন প্রজন্মের এই জাগরন কে তারা তাই বলছে...৭১ এ তারা ধর্মের কথা বলে হত্যা লুণ্ঠন ধর্ষণ করেছে আজকেও তারা ধর্মের কথা বলে আন্দোলনের সাথে জড়িতদের নাস্তিক পতিতা বানায় দিচ্ছে...মাজে মাজে হুঙ্কার চারতেছে এদের নিশ্চিহ্ন করে দেয়ার...৭১ এও কিছু লোক তাদের মেরুদণ্ড সোজা করে দাড়াতে পারেনি, নিজের অধিকারের কথা মুখ ফুটে বলতে পারেনি, অন্যায়ের বিরুদ্ধে সাহস করে দাড়াতে পারেনি...আজও দেখি কিছু মানুষ কুঁকড়ে আছে, মেরুদণ্ডটা সোজা করে দাড়াতে পারছেনা...৭১ এ কিছু লোক ছিল বিভ্রান্ত, আজও কিছু লোক বিভ্রান্ত...৭১ এ সময়ের দাবি মেটাতে না পারার কষ্ট এখনও কিছু মানুষ বহন করে, আজকেও সময়ের দাবি যারা মেটাতে পারছেনা তারাও একদিন বিবেকের দংশনে দংশিত হবে।
৭১ এ যেমন কিছু লোক তাদের রাজনৈতিক স্বার্থের বাইরে আসতে পারেনি আজও দেখি কিছু লোক তাদের রাজনৈতিক স্বার্থের বাইরে আসতে পারছে না। সারা দেশের মানুষ যখন নব জাগরনে ভেসে যাচ্ছে তখন তারা তবে কিন্তু বলে ঘরের মধ্যে ছটফট করছে। ৭১ এও এরা ছিল কিন্তু এরা কখনই বাঁধা হয়ে দাড়াতে পারেনি। আজও পারবেনা। তবে ইতিহাস তাদের ক্ষমা করবেনা।
আজ যারা বলছেন এই আন্দোলন রাজনৈতিক তাদের কাছে প্রশ্ন মুক্তিযুদ্ধ কি রাজনৈতিক ছিল না? মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাজনৈতিক দল গুলোর নেতৃত্বে হয়েছে। যেখানে ছিল সারা দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। যুদ্ধাপরাধীরা যদি রাজনৈতিক কারনে আপরাধ করে থাকে তাহলে তাদের বিচারের আন্দোলন রাজনৈতিক ভাবে হলে সমস্যা কোথায়?
'জয়বাংলা' শ্লোগান নিয়ে দেখা যাচ্ছে অনেকের এলারজি। বিশেষ করে বিএনপি জামাতের। জামাতের হতে পারে কারন ৭১এ এই শ্লোগান শুনলে তাদের কাপর নষ্ট হয়ে যেত। বিএনপি এরও অনেকের তাই হত কিন্তু তাই বলে তো সবার মধ্যে এলারজি থাকার কথা না। ৭১ এ জয়বাংলা শ্লোগান ছিল একটি উদ্দীপনা। এই শ্লোগান শুনে মুক্তিযোদ্ধারা উজ্জীবিত হত, নতুন উদ্যমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ত। এই শ্লোগান ছিল আপামর জনগনের শ্লোগান। বিএনপি এর সমর্থক দের বলতে চাই জিয়াও যুদ্ধের সময় এই শ্লোগান দিত। তাহলে কি জিয়া ৭১ আওয়ামীলীগ করত?
যুগে যুগে নিজেদের অধিকার আদায়ের জন্য একদল লোক আন্দোলন করে গেছে আর একদল লোক নিজেদের স্বার্থের জন্য সুবিধার জন্য সেই আন্দোলন থেকে দূরে থেকেছে। নিজেদের স্বার্থের জন্য সেই আন্দোলন বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। একদল লোক সেখান থেকে দূরে থেকেছে। কিন্তু অধিকার একদিন আদায় হয়েছে। কারো ষড়যন্ত্র বাঁধা হয়ে দাড়াতে পারেনি। ৭১ তরুনেরা পেরেছে...২০১৩ তেও আমরা পারব। জয় আমাদের হবেই।
জয় বাংলা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




