হায় আললাহ আমার ওয়ারিদ গেল কনে??? কালকে হঠাৎ করে দেখি আমার ওয়ারিদের নেটওয়ার্কের জায়গায় airtel লেখা আছে। দেখে তো আমি হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না। কারণ আমি ওয়ারিদের খুব ভক্ত!!! ওদের অফার গুলো আমার খুব পছন্দ।
আবার এয়ারটেল সংযোগ পাওয়ারও ইচ্ছা অনেক দিনের। এখন কি করি বলেন তো আপনারা।
ও হ্যা আপনারা যারা ওয়ারিদ ব্যাবহার করেন তাদের কি অবস্থা ???
এখানে আমি আমার অনুভতির কথা আপনাদের সাথে ভাগাভাগি করলাম। আপনারাও নিশ্চয় করবেন।
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আশা করি।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




