গানটি শুনতে এখানে ক্লিক করুন
মোরা হতে চাই প্রিয়তম তোমার
মোদের কবুল করো হে পরওয়ার, হে পরওয়ার।
মোরা হতে যেন পারি সত্যবাদী
যেমন ছিলেন আবু বকর
মোরা হতে যেন পারি নির্ভীক সৈনিক
যেমন ছিলেন নেতা উমর
এই মোনাজাত তোমার কাছে খোদা
করি মোরা বারবার
তোমার কাছে একটি শপথ করছি মোরা
আনব এবার আমরা নতুন স্রোতের ধারা
জাগাব সকল ঘুমের পারা
সেই ধরাতে আসবে সুদিন
সাজবে ধরা নব সাজে
সেই ধরাতে কায়েম হবে ফের
খোদার বিধান এ সমাজে
দুঃখ যাতনা ঘুঁচবে সেদিন আর
শান্তির আসবে জোয়ার
মোরা হতে চাই প্রিয়তম তোমার
মোদের কবুল করো হে পরওয়ার, হে পরওয়ার।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




