কি বলেন ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক ভাই ও বোনেরা?
বিশ্বকাপ ফুটবল ইতিহাসে প্রথম বারের মতো ব্রাজিল বনাম আর্জেন্টিনার ফাইনাল দেখতে চাই
শুধু শেষ পর্যন্ত ২ দলের সমর্থকেরাই সহনশীল থাকেন।
ব্রাজিলের সমর্থকেরা,
বেচারা আর্জেন্টিনার সাপোর্টাররা গত ২৪টা বছর ধইরা খালি লাফাইতেছে আর শেষে কানতেছে
নিয়া নিকনা এবারের কাপ টা! তবুও তো ৫-৩ থাকবো
আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠি,
২৪টা বছর ধইরা তো শুধু লাফালাফিই করলেন। কাজের কাজ তো কিছুই হইলোনা। এবার লাফালাফি থামান আর ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফাইনাল দেখার প্রস্তুতি নেন। যদি হইরা যান মন খারাপ কইরেন না। জানেন তো, ব্রাজিল ৫ বারের চ্যাম্পিয়ন
সবাই জোস্ একটা ফাইনাল দেখার প্রস্তুতি নিতে থাকেন। হারলে বেশী মন খারাপ কইরেন না, আর জিতলেও বেশী লাফায়েন না!
আমি ব্রাজিলের সাপোর্টার তয় মেসির খেলা জোস্ লাগে। ২ দলকেই শুভ কামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





