মানুষ ব্যথার ভুলতে সুখ স্বপ্ন দেখে। আমি ধংসের কল্পনায় ব্যথা ভুলে যাই। নিরাময় হিসেবে আশংকায় বেঁচে থাকার চেয়ে মৃত্যু খুব বেশী ভালো মনে হয়। ভালোবাসি তাদের যারা কাছের। তাই শান্তি দিতে চাই। মৃত্যু দিতে চাই।
তোমরা কাছে এসোনা। আমাকে তোমাদের সাথে মানায়না ঠিক। জরাজীর্ন মনের জীবন যাপন খুবই অযৌক্তিক ঠেকে মনে। ওপারে চলে যখন যেতেই হবে কিসের এত মাথাব্যথা? বরং চলো মাথা উপড়েই ফেলি। এই দেখো, কি হচ্ছে এসব! বলেছি কাছে এসোনা, অজান্তে দলে ভীড়ে যাবে।
আপাতত, আমি একটা দ্বীপ বায়না করেছি। ঈশ্বর নিশ্চয়ই ছুটিতে আছে, কোনো সারা শব্দ নাই। সবার আড়ালে। তাদের মুখের কালো-ধূসর রেখা গুলো তখন ´ব হুদূর। ঈশ্বর ছুটি থেকে ফিরলেই সব দূঃখ কূপোকাত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




