শুরু টা হয়তো ভালোভাবে করতে পারিনি কিন্তু ইচ্ছে আছে ভালো কিছু লেখার। যদিও আমি আমার এ জীবনে আজ পর্যন্ত কখনো কিছু লিখিনি। লেখার মাঝে আছে কেবল পরীক্ষার খাতায় লেখা।
বরই আফসোস একটা প্রেমপএ ও লেখা হয়নি। এই digital যুগে এসে একখানা হাতে লেখা প্রেমপএ ও পাইনি। এ সরকার digital বাংলাদেশ গড়তে না পারলেও প্রেমপএ সব digital হয়ে গেছে। বরই কিম্ভুতকিমাকার হয় সেসব digital প্রেমপএ। english letter এ লেখা বাংলায় প্রকাশ করা ভালোবাসা গুলো বরই হাস্যকর লাগে
ভালো কিছু লিখতে পারি আর নাই পারি- লেখার ইচ্ছে আছে আমার। যে সুপ্ত প্রতিভার বিকাশ হয়নি তা হয়তো প্রকাশিত হবে এবার
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



