খেলার ফল দেখার চেয়েও আজকের বড় মজাটা হল ভারতের news paper গুলোর খবর দেখা (!) বিষয়টা অনেকটাই কাটা ঘায়ে নুনের ছিটার মত ওদের কাছে। তাতে আমাদের কি? আমাদের তো অইটাই মজা
যথারীতি আনন্দ বাজার খুললাম। আমার চক্ষু তো চড়ক গাছ। যে লোক খেলা দেখেনি সে আনন্দ বাজারের খবর দেখলে নির্ঘাত যা ঘটেছে তার উল্টোটা ভাববে।
দেখেন শালারা কি দিছে
হে ধোনি, হে শচীন... ভ্রাতা আমার... কেঁদনা... তোমার দুঃখে আকাশ কান্দে বাতাস কান্দে এমনকি আমার পাড়ার কুত্তা টাও কান্তাছে।
সর্বাঙ্গে ব্যাথা আর মলম দিবি কোথা? বুঝলাম তো মলম সর্বাঙ্গে দিবি। কিন্তু কি মলম দিবি সেইটা জানোস? মমতা টাইগার বাম মাখ। মনে রাখবি, “মমতা টাইগার বাম, যেইখানে লাগাইবি অইখানেই কাম”।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১২ সকাল ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



