মীমাংসার চেষ্টা হয়েছিল।বিয়ের কণে রাজী হয় নাই।গতকাল সন্ধ্যা পর্যন্ত উভয়পক্ষে দেন-দেরবার হয়েছে।এশার নামাজের আগে পর্যন্ত আশা ছিল।তবে মান্নান-জলিল বৈঠকের মতো কোন প্রকার সমাধান ছাড়া আলোচনা ভেস্তে গেছে।
বিয়ে ভেস্তে যাওয়ায় ধুসর গোধুলীর বুকের চিনচিন ব্যাথাটা রাতে জটিল হয়ে পড়ে।সাথে সাথে তার ব্যাপক কান্নাকাটিতে পরিস্থিতি সামাল দেয়া যায় না।মাঝরাতে তাকে ইউনিভারসিটি কোলন হসপিটালে ভর্তি করা হয়েছে।
মানসিক আঘাতে তার হার্টে সামান্য সমস্যা হয়েছে।এনজিওগ্রাম রিপোর্ট বলছে-সামান্য কিছু ফাটল ধরেছে,সময় মতো হসপিটালে না নিলে লাভা উদগিরনের সম্ভবনা ছিল।হসপিটালের কার্ডিঅলিজষ্ট ড ফারগুসন জনহারমেইন বলছেন ২/৩দিন পর্যবেক্ষণ শেষে তাকে বাসায় রিলিজ করা হবে।
আজ সকাল ছয়টায় ধুসর গোধুলির বেডের পাশে এক তন্বী ললনাকে দেখা গেছে।এই ললনা কে এবং কেন বিয়ে ভেস্তে গেল এসব নিয়ে আসছে আগামি পর্ব।সে পর্যন্ত সামোয়ারের সাথেই থাকুন---

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




