মুহম্মদ জাফর ইকবাল বাংলাদেশের অন্ত্যন্ত জনপ্রিয় একজন সায়েন্স ফিকশন ও শিশু সাহিত্য লেখক। তার হাত ধরেই বাংলাদেশে সায়েন্স ফিকশন লেখা শুরু হয়েছে একথা সবাই জানেন। আমি এই ব্লগে আজই নতুন আসলাম। তাই আমার প্রিয় লেখক ও প্রিয় ব্যক্তিত্ব জাফর ইকবাল স্যারের বই দিয়েই ব্লগে লেখা শুরু করছি।
আজ আপনাদের সাথে মুহম্মদ জাফর ইকবাল স্যারের ৪টি সায়েন্স ফিকশন বইয়ের পিডিএফ ডাউনলোড লিঙ্ক শেয়ার করলাম:
১। ফোবিয়ানের যাত্রী: এই বইয়ের গল্পটি ইবান নামের একটি যুবককে নিয়ে। সে একটি চতুর্থ মাত্রার স্পেসশিপের ক্যাপ্টেন। একবার সে পঞ্চম মাত্রার স্পেসশীপের দায়িত্ব পায় জীবনে প্রথমবারের মতো। ঐ স্পেসশীপে ম্যাঙ্গেল ক্বাস নামে এক ভয়ানক ব্যাক্তিকে কার্গোর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় অন্য একটি গ্রহে পাঠানোর জন্য। এটা ছিল তার জন্য একটি ভয়াবহ ভ্রমণ। Download Link
২। এনিম্যান: ২০১৪ সালের একুশে বইমেলায় প্রথম প্রকাশিত হয় এনিম্যান বইটি। আমেরিকায় বসবাসকারী তিষা নামের একটি বাংলাদেশী মেয়ে মানব ক্লোন করে বিকৃতভাবে গড়ে তোলার একটি গ্যাঙ এপসিলনের সাথে জড়িয়ে পরে। তিষা এবং তার বন্ধু মিলে কিভাবে এই গ্যাংকে ধ্বংশ করে সেই রোমাঞ্চকর কাহিনী নিয়ে বইটি রচিত। Download Link
৩। ইকারাস: একটি বাচ্চাকে জন্ম দেওয়ার পরই তার মা মারা যায়। বাচ্চাটি ছিল মানুষ ও পাখির মিশ্রণ। তার পিঠে ছিল পাখির মত দুইটি পাখা। শহরের একজন ভয়ঙ্কর ডাক্তারের দৃষ্টি এড়িয়ে বহু কষ্টে জহুর ছেলেটিকে তাঁর গ্রামের বাড়ীতে নিয়ে বড় করতে থাকে। নাম রাখে বুলবুল। দশ বছর বয়সে ছেলেটি প্রথম আকাশে উড়ে! তখনই বাঁধে বিপত্তি। কোনভাবেই যখন মানুষের দৃষ্টি এড়িয়ে ছেলেটিকে বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছিল না তখন একদিন জহুর ছেলেটিকে নিয়ে চলে যায় সুন্দরবনের গহীন অরণ্যে। Download Link
৪। সেরিনা: শামীম একজন ডাক্তার। একদিন সে ট্রেনে ভ্রমণ করে দূরের এক গ্রামে বেড়াতে যায়। ঐ গ্রামে সে একটি বাচ্চা মেয়েকে ডুবায় পড়ে থাকতে দেখে। মেয়েটিকে তুলে এনে সে বাচিয়ে তুলে এবং আবিষ্কার করে মেয়েটি মাছের মতো পানিতে থাকতে পারে। সেরিনা নামের অদ্ভুত এই মেয়েটিকে নিয়েই গল্পটির কাহিনী এগিয়ে যায়। Download Link
আজ এ পর্যন্তই। আপনাদের ভালো লাগলে আরো বই শেয়ার করব।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:১০