রকি ভাই মারা যাবার পর দেখল সে নরকে আছে ।
এবং লক্ষ্য করল সে একদম পরিপাটি হয়ে লইনে দাড়িয়ে আছে
নরকের গেট এ ।
কিছুক্ষন পর নরকের একজন উপদেষ্টার তার দিকে এগিয়ে এসে জিঞাস করল," কি ব্যপার রকি তোমাকে খুব ভীত মনে হচ্ছে?"
রকি ভাই :ভীত হবনা আমি যে নরকে!!
নরক উপদেষ্টা:আরে এত ভীত হওয়ার কিছু নাই । নরক আহলে খুব একটা খারাপ জায়গা না । এখানে ও আনেক মজা আছে ।
রকি ভাই: যেমন??
নরক উপদেষ্টা: তুমি কি মদ্যপান কর?
রকি ভাই: হ্যা
নরক উপদেষ্টা:তাহলে তোমার সোমবার খুব ভাল লাগবে, কারন সোমবার সারা রাত এখানে মদ্যপান করে হুস্কিকি, বিয়ার, টাকিলা সব পাবে একদম ফ্রী
রকি ভাই: ওহ জটিল!! মাম্মমা সব ফ্রী ! কি মজা!
নরক উপদেষ্টা: আচ্ছা তুমি কি ধুমপান কর??
রকি ভাই:হ্যা
নরক উপদেষ্টা:তাহলে তোমার মঙ্গলবার ভাল লাগবে ।কারন তুমি যে কোন ব্র্যান্ড এর সিগারেট পাবে এখানে । তোমার ক্যানসার হবে না কারন তুমি তো মৃত। আচ্ছা রকি তুমি কি ড্রাগস নাও??
রকি ভাই: আমি যখন কলেজে পড়তাম তখন ড্রাগস নিয়েছি। কিন্তু বেশিদিন এর জন্য না। তবে ভাললাগে।
নরক উপদেষ্টা: তাহলে তোমার বুধবার ও ভাল লাগবে কারন
বুধবার তুমি যতো খুশি ড্রাগস নিতে পরবে । আচ্ছা তুমি কি জুয়া খেলতে পছন্দ কর??
রকি ভাই: আবার জিগায়! পছন্দ করি মানে আমার পকেটে আহনও ১পেটি ....আছে..
নরক উপদেষ্টা:তাহলে তোমার বৃহষ্পতি বার ও ভাল লাগবে কারন বৃহষ্পতি বার দিন রাত জুয়া খেলা হ্য় এই যেমন পোকার, ব্ল্যাক জ্যাক, ঘোড়া দোড় ইত্যাদি । আচ্ছা রকি তুমি কি সমকামি?
রকি ভাই: না ?! কেন বলুনত??
নরক উপদেষ্টা: ওহ্ রকি ওহ্ তাহলে শুক্রবার তোমার নতুন একটা অভিজ্ঞতা হবে.......
*রকি ভাই(?) একটি কাল্পনিক চরিত্র এর সাথে আমাদের বল্গার রকি ভাই এর কোন মিল নেই---লেখক ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




