প্রেমময় তুমি প্রেমের অবতার..
প্রেম ছাড়া তোমাতে কিছু নাই আর।
ওগো তোমার কাছে চাহি নাতো কিছু আর
চাই শুধু প্রেম কণা ধূসর হৃদয়ে আমার।
প্রিয়তম আমার কোথা আছ তুমি
মনি হারা ফসীসম তোমা বিনে আমি ।
ওগো এসো তুমি এসো অতি সংগোপনে
শান্ত হিমেল হাওয়ায় বারি বারি ধারা সিঞ্জনে ।
12.10.2005।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



