ভাই কন তো মেজাজটা কেমন খারাপ লাগে এমনিতেই গ্রামিন দিয়া কল করিনা বললেই চলে। হের উপর যদি এমুনটা করে তাইলে কেমুনটা লাগে ? আমি আমার গ্রামিন সিম টা দিয়া আমার বাবা মা আর (উনার) সাথে কথা বলি। তো গতকাল একটা মেসেজ দেখে ভাবলাম ভালোই তো খারাপ কি? ৯৯ পয়সায় যদি কথা বলা যায় তাইলে না হয় দেই একটা এস এম এস কইরা। তো দিলাম অই দিক দিয়া আমার উনি ও সেইম কাম করছে আমারে না জিগায়া। এখন দেখি সে আমারে কাল কম কম ফোন করছে। তিনি আবার আমার কাছে না জিগায়া () কিছুই করে না (বাদ দেন অইটা আমগো ভালোবাসা বাসির বিষয়) যাউজ্ঞা যে কথা বলতে ছিলাম। এখন আমাদের সবার ই কথা বলা কমে গেছে কারন আগে ১ মিনিট কথা বললে টাকা কাটতো ৫৭ পয়সা এখন কাটে ১টাকা ১৪ পয়সা মানে আগের দিগুন মানে দেখেন আমার কত লাভ? মনে মনে ভাবি ভালোই হইছে কানের কাছে বারবার এক কথা বের হয়না। অফিসে সারাক্ষন কি কর একটা কল দাও না খাইছ নি চা খাইছ নি, দাড়াঅ আমি একটা চা খাব আমি না আজ সকালে চা বানাইছিলাম বাবা বলছে চা অনেক ভালো হইছে, তারপর আবার ১০ মিনিট পর শেলি না আমাকে ফোন করছে আমি কি যাব? জলি কি বলছে শোন -------- ) ভ্যাজর ভ্যাজর কমছে। কিন্তা খারাপ লাগে তখনিই যখন এই প্রিয় মানুষ দের সাথে কথা বলতে গেলেই আবার দ্বিগুন টাকা খরছ হয়ে যায়।
তাই গ্রামিন ফোন কে বলছি " একটা সুবিধা দিয়ে তিনটা অসুবিধার সৃষ্টি করবেন না প্লিজ" বাংলাদেশের মানুষ কিন্তু খুব খারাপ প্রকৃতির এক লাত্থিতে বি এন পি বানায়া দফা রফা কইরা ফেলবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




