
অনেকদিন পর লিখতে বসছি দেশ থেকে অনেক দুরে ভিন দেশের মাটিতে। কাজের প্রয়োজনে আসতে হয়েছে হাইতি, আমেরিকার ঠিক নিচে ক্যারিবিয়ান এর একটা দ্বীপ দেশ। গত সাপ্তাহিক ছুটির দুই দিন গেছিলাম সাগরের ধারে বিচে থাকতে।




হাইতির রাজধানী পোর্ট-ও-প্রিন্স এর এয়ারপোর্ট এলাকা থেকে প্রায় ১ ঘন্টার পথ গাড়িতে। সাগর পাড়ে ছোট ছোট পাথুরে বিচ, কিছুদুর পর পর একটা করে ছোট রিসোর্ট বা বিচ হোটেল। মোটেও আমাদের দেশের মত বিশাল বিশাল অট্যালিকা না, গাছপালা ভরা বিশাল এলাকা, সুন্দর বাগান, ছোট ছোট কটেজ বা বাংলো। পাশেই সাগর, কাঠ বাদাম, পাম, নারকেল ছায়ায় পাতা আছে বিচ চেয়ার, ছোট ছোট টেবিল। টলটলে নীল শান্ত সচ্ছ পানি, দেখলেই ঝাপিয়ে পড়তে মন চায়।


এই হোটেলটার নাম মোলিন সুর মের বিচ হোটেল (http://www.moulinsurmer.com), সুন্দর একটা বিচের সাথে লাগোয়া হোটেল। রেস্টুরেন্টের দেয়াল নাই, খেতে খেতে সাগরের দিকে তাকিয়ে থাকা যায়, ছোট ছোট এয়ারকন্ডিশনড রুম সাগরের কোল ঘেষে, ইচ্ছা হলে চেয়ার পেতে বারান্দায় বসে থাকা যায়। বিচের মাঝামাঝি জায়গায় গোল একটা বার, চারিদিকে উচু উচু বার টুল।



হাইতিতে সবকিছুর দাম বেশি, খুবই খরচ বহুল জায়গা, নিজেদের কোন প্রোডাক্ট নাই, সবই ইমপোর্ট করে আনা পাশের দেশ ডোমিনিকান রিপাবলিক অথবা ইউএস থেকে। হোটেলও কোনো ব্যাতিক্রম না, বিভিন্ন রকম প্যাকেজ আছে বিভিন্ন দামের। আমি যে প্যাকেজে ছিলাম তার খরচ ছিল ১২৫ ইউএস ডলার, ট্যাক্স নিয়ে ১৫০। এই প্যাকেজে ছিল ২ দিন, ১ রাত থাকা, বড় সাইজের বিছানা ও এটাচ বাথ সহ এয়ারকন রুম ১ জনের জন্য। ৪ বেলা বুফে খাবার। ড্রিন্কস নিজেকে কিনে খেতে হবে।
বিচের এক পাশে আছে কিছু প্লাসটিকের তৌরি কায়াক ও পাল ওয়ালা নৌকা, ইচ্ছা করলে সাগরের মাঝে চলে জাওয়া যায়। আরো আছে জেটস্কি ও স্পিড বোট।



সাতার কাঁটার জন্য খুবই সুন্দর সাগর, শান্ত টলটলে পানি, ঢেউ নাই বললেই চলে। পানিতে কিছুদুরে বয়া দিয়ে সিমানা দেয়া আছে, ওর ঐপারে পানির নীচে আছে কোরাল ও বিভিন্ন জলজ প্রানি, কেই জেনো ভুলে চলে না যায়। কারন পা কেটে যাওয়া বা বিশাক্ত সি আর্চিনের গুতা খাওয়ার সম্ভবনা আছে। আমি সবসময়ই কোরাল আর অন্যান্ন প্রানি খুব পছন্দ করি, আমার স্নোরকল ও গগলস নিয়ে প্রথমেই সাতার কেটে চলে যাই ব্যারিআরের বাইরে, মন ভরে দেখতে থাকি পানির নিচের অদ্ভুত জগতকে, ভুলে যাই উপরের কথা।

নিচে ইউটিউবে হোটেলের ক্লিপ:

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




