ব্লগের ভাইরা,
আসসালামু আলাইকুম, আজ ব্লগে নতুন একাউনট্ খুললাম । আমি প্রায় এক বছর যাবৎ এর ভিজিটর হিসেবেই আছি।
অতীত টা আমি ভুলে থাকতে চাই।তাই লেখা লিখি করে সময় পার করব।
আপনারা পাশে থাকলে ভাল লিখব আশা করছি।
শিরোনাম প্রসঙ্গে আসি,
ছোট খুবই ছোট একটা ভুল আমার জীবণ টা তছনছ করে দিয়ে গেল ।
আমি এর জন্য প্রস্তুত ছিলাম না।ঠিক ঘূণি ঝড় সিডর।কেন এমন হয় ?
বলতে পারেন ? ঈদ আর আমার করা হলো না।কারও সাথে শেয়ারও করতে পারছি না।খুবই কষ্ট পা্ছছি।
ব্লগে এগুলো লেখা ঠিক না তবু ও বললাম কিছু মনে করবেন না। নেক্সট টাইম ভালো লিখবো।
ভাই পৃথিবী খুব কঠিন। বুঝে শুনে কাজ না করলে ধরা খেতে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



