আমার মুখমন্ডলের ডান কানের নীচে ছোট্ট হাড়ঁ এ প্রব্লেম।এটাকে ডাক্তারী ভাষায় বলা হয় TM JOINT প্রব্লেম.পাচঁ বছর আগে এটা ধরা পড়ে।হাঁ করলেই হাড়ঁ টা সরে গিয়ে খট খট শব্দ হয়।পরে প্রচন্ড ব্যথা হয়।তো প্রথমে হাঁড় বিশেষজ্ঞ কে দেখালাম।উনি বলল, এটা একটা SILY বাপ্যার।কিছু Pain Killer আর কিছু Test দিল।
ভাবলাম সেরে জাবে।কিন্তু সারলো না।বার বার যাই এক ই কথা বলে।পারবে না তবুও ছাড়বে না।এক গাদা টাকা ইন কাম করে নিল।তারপর,উনি ঢাকা র ল্যাবএইড এ হাঁড় বিশেষজ্ঞকে দেখাতে বলল। এড্ড্রেস ও দিল।তখন মেজাজ টা কার খারাপ হয় না…।বলেন ??তো যায় হোক,ল্যাবএইড এ গেলাম।৩ দিন পর সিরিয়াল পেলাম।ডাক্তার নাকি খুব ই ভাল।সহজে
কেউ সিরিয়াল পাইনা।তিনি সব শুনে আমাকে বল্লেন,এভাবে নিশ্চিত করে কিছু বলা পসিবল না।আবার টেষ্ট।Blood Test,X-ray etc etc.সব করিয়ে আবার ৩ দিন সিরিয়াল পর উনাকে পেলাম।উনি বললো,তোমার রোগ টা অত সিরিআস না।যথারীতি, Pain Killer দিল।কাজ হলনা।একজন আমাকে বলল নাক,কান,গলার ডাক্তার দেখাতে।তো ওখানেও গেলাম।উনি বললো,এটা ডেন্টিস্ট কে দেখাতে।২ টা ডেন্টিস্ট কে দেখালাম।অনেক টেস্ট এর পর পেইন কিলার আর একটা মুখের ব্যায়াম দিয়েছে।সমস্যা রয়েই গেছে।কাজের কাজ কিছুই হয়নি।তারা সমস্যা টা আজ অবধি ধরতে পারেনি।মাঝে মাঝে খুব পেইন হয়।কষ্ট পাই।ডিজিটাল যুগে চিকিৎসা ব্যবস্থার এ হাল হলে সাধারন মানুষ যাবে কই???? ডাক্তার কেউ আমাকে পরামর্শ দিলে খুব উপকৃত হতাম।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১০ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



