আমার বিছানা টাও থাকে সবসময় অগোছালো.কখন ঘুমাতে যাব আর কখন ঘুম থেকে উঠব তাও অগোছাল.অনেক কাজ জমে গিয়েছে.সব অগোছাল ভাবে পরে আছে.কবে করতে পরব তাও জানিনা.আমার চিন্তা গুলোও অগোছাল হয়ে যাচ্ছে.সব চিন্তা মাঝখানে এস ভেঙ্গে পরছে.
স্বপ্ন গুলোও কেন জানি অগোছাল হয়ে যাচ্ছে.আমার দিন গুলো,সময় গুলো সব অগোছাল ভাবে কেটে যাচ্ছে.ব্লগে লিখব চিন্তা করছিলাম ,কিন্তু লিখা গুলোও অগোছাল হয়ে যাচ্ছে.এখন ব্লগ টাকেও অগোছাল মনে হচ্ছে.
এই লিখা টাও অগোছাল.আসলে আমি নিজেই অগোছাল.মেঘ গুলোও কেন জানি অগোছাল ভাবে উড়ে চলেছে.
সবাই কি আর গোছাল হয় নাকি.আমি না হয় অগোছালই থাকি.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


