ভাবছেন ৫৩০/- টাকা'র CNG ভাড়া দিয়ে কই যাচ্ছি? জি না। এই CNG "কন্ট্যাক" এ চলছে - "মিটার নষ্ট"। র্যাব, ট্রুথ (মানে, বিবেক) কমিশন হয়েছে। কিন্তু CNG ওয়ালাদের যথেচ্চার কিভাবে বন্ধ হবে?
বাসা বাড়ীর সামনে ময়লা - সবসময়তো দেখি তাইনা? অথচ এটা সিটি কর্পোরেসন এর কাজ। আমরা সাধারন পাবলিক কিন্তু আমাদের বাৎসরিক কর দিয়েই যাচ্ছি (বিবেক কমিশনের কাছে মাফ-করে-দে-ভাই বলছিনা)। তাহলে আমাদের ট্যাক্স এর টাকা কই যাচ্ছে? আচ্ছা এই ছবিটার কিন্তু একটা good side আছে! কয়দিন আগে yahoo.com এ একটা খবর বের হলো: আমরিকা'র কোনো একটা স্টেট্স এ ঘাস পরিষ্কারের জন্যে অনেক চিন্তা ভাবনা করে ছাগল ভাড়া করা হয়েছে। কারন মানুষ বা যন্ত্র দিয়ে করলে বেশি খরচ পরবে। আর তাছাড়া, সব প্রাকিতিক পদ্ধতিতে হচ্ছে - ছাগলদের পেট ভরছে, জৈবসার হচ্ছে (no green-house effect).... তো এই খবরটা পড়ে মনে হয়েছে, আমাদের সিটি কর্পোরেসনের ভাই-বোনেরা ভাবছে "ঘরের কথা পরে জানলো ক্যামনে!"
(আচ্ছা এখন একটু রেস্ট নেই, লিখতে লিখতে টায়ার্ড হয়ে গেসি
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




