
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।

(২) ফুলের নাম ন্যাস্টারশিয়াম, খাগড়াছড়ি জেলার রামগড়েের হার্টিকালচার সেন্টার থেকে তোলা ছবি।

(৩) কালিম পাখি, টাঙ্গুয়ার হাওড় থেকে তোলা ছবি।

(৪) আমলকী, বান্দরবান থেকে তোলা ছবি।

(৫) অশথ্থের দখলে বাড়ি, এটা আড়াইহাজারের সদাসদি থেকে তোলা ছবি।

(৬) কৃষকের বাড়ি ফেরা, এটা নরসিংদীর বালুচর গ্রাম থেকে তোলা ছবি।

(৭) পূণ্যস্নান, বিশ্ব হিন্দু সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ থেকে তোলা ছবি।

(৮) মনপুরা, ভোলা থেকে তোলা ছবি।

(৯) কাকরোল ফুল, এই ছবিটা তুলেছি নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দুর এলাকা থেকে।

(১০) নদীর নাম পুনাফোচু, এই ছবিটা ভুটানের পুনাখা জংএর পাশ থেকে তোলা ।

(১১) কদম ফুল, শেখের চর, নরসিংদী থেকে তোলা ছবি।

(১২) খেয়া পারাপার, ঘোড়াশালের শীতলক্ষা নদী থেকে তোলা ছবি।

(১৩) সাপ, এই সাপের নাম জানিনা। বান্দরবানের গহীনে সাজাই ভ্যালীর কাছ থেকে তোলা ছবি।

(১৪) গোধূলী বেলা, নরসিংদী সদরের উদিংগা গ্রাম থেকে তোলা ছবি।

(১৫) গ্রামের পথ, নরসিংদী সদর থানার বালাপুর গ্রাম থেকে তোলা ছবি।

(১৬) ডাওকি নদী, সিলেটের জাফলং থেকে তোলা ছবি।

(১৭) দোকানি, নরসিংদীর যোশর বাজার থেকে তোলা ছবি।

(১৮) উপজাতি, বান্দরবানের নয়াচরন পাড়া ঠেকে তোলা ছবি।

(১৯) সয়াবিন ফুল, নরসিংদীর শান্তির বাজার এলাকা থেকে তোলা ছবি।

(২০) সব শেষে আমি, নিঝুম দ্বীপে তোলা ছবি
বনে বাঁদাড়ে....২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




