
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।

(২) গোলাপের মতো দেখতে এই ফুলটার নাম ক্যামেলিয়া, মেঘালয়ের রাজধানী শিলং থেকে তোলা ছবি।

(৩) কাপ্তাই লেক, রাঙামাটি থেকে তোলা ছবি।

(৪) নদী-নৌকা-শিশু,ধরাভাঙা গ্রাম সলিমগঞ্জ, নবীনগর থেকে তোলা ছবি।

(৫) মাটির ঘর, শিবপুরের জয়নগর গ্রাম থেকে তোলা ছবি।

(৬) সেন্টমার্টিনের ছেড়াদিয়া দ্বীপ, এটা বাংলাদেশের দক্ষিন পূর্বের সর্বশেষ বিন্দু।

(৭) নিঝুম দ্বিপ, এখানে চড়ে বেড়ানো প্রাণীগুলো কিন্তু হরিণ না, ওখানকার বাসিন্দাদের পালিত ভেড়া।

(৮) শীলখালি বীচ, জেলে কুড়ের পাশ দিয়ে হেটে যাচ্ছে ভ্রমণ বাংলাদেশের সদস্যরা।

(৯/১০) পানাম নগরী, সোনার গাঁ থেকে তোলা ছবি।


(১১) ব্যাঙের ছাতা, বেলাব, নরসিংদী থেকে তোলা ছবি।

(১২) সবুজ বাড়ি, রাঙামাটির লংগদু থানা থেকে তোলা ছবি।

(১৩) ছাগলের পাল, কাশ্মীরের যাযাবরদের ছাগলের পালের ছবিটা তুলেছি মোগল রোড থেকে।

(১৪) ইষ্টিকুটুম পাখি, বট গাছের ফল খাওয়া রত অবস্থায় আমার বাড়ির পাশেই আমার ক্যামেয় ধরা খায়।

(১৫) খান মোহাম্মদ মৃধা মসজিদ, লালবাগ থেকে তোলা ছবি। ১৭০৪/৫ সালে ঢাকার প্রধান কাজী, কাজী খান মোহাম্মাদ এবাদউল্লাহ এর নির্দেশে এই মসজিদটি নির্মাণ করা হয়। লালবাগ দুর্গের পশ্চিমে পুরনো ঢাকায় আতিশখানায় দাঁড়িয়ে আছে সুন্দর এ মসজিদটি।

(১৬) মাছ ধরা, মাওয়া ঘাট পদ্মা নদী থেকে তোলা ছবি।

(১৭) কদম রসূল দরগা, বন্দরের নবীগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি।

(১৮) মহেশখালীর বাঁকে, কক্সবাজার থেকে তোলা ছবি।

(১৯) বালিয়াটি জমিদার বাড়ির পেছনের পুকুর, সাটুরিয়া মানিকগঞ্জ থেকে তোলা ছবি।

(২০) সব শেষে আমি দাড়িয়ে আছি বাংলাদেশের পশ্চিম উত্তরের শেষ বিন্দু বাংলাবান্ধায়।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




