(পোস্ট সিলেক্টরদের কাছে অনুরোধ রইলো তারা যেন ব্লগ নিয়ে গবেষনার গুরত্ব অনুধাবন করে এই পোস্টটিকে নির্বাচিত পোস্টে অন্তর্ভুক্ত করে)
শাবাগের আন্দোলনের ফসলে বাগ্লাদেশে এখন সম্ভবত সবচেয়ে আলোচিত একটি শব্দ হলো ব্লগ।কেউ যদি ভেবে থাকেন,, ব্লগের এই আলোচনাকে কেন্দ্র করেই আমি গবেষনায় মেতে উঠেছি, তাহলে অবশ্যই ভুল করবেন।আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ৪র্থ বর্ষে পড়ছি।ফাইনাল ইয়ারে আমাকে আমার বিভাগের একজন শিক্ষকের তত্ত্বাবধানে (সুপারভাইজেশনে) থেকে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করতে হবে (ডিপার্টমেন্টের ভাষায় এই ধরণের গবেষণা প্রতিবেদনকে বলা হয় মনোগ্রাফ)। আমি গত বছরের অক্টবর মাসে আমার গবেষণার বিষয় নির্বাচন করেছি ব্লগ কমিউনিটিকে।গবেষণার শিরোনাম হলো 'bangla blog community and the emergence of electronic democracy: A study on the bloggers of somewhereinblog"।
আমার গবেষণার মূল ফোকাস থাকবে, ব্লগকে ব্যাবহার করে ব্লগাররা কি ভাবে গণতান্ত্রিক চর্চার( যেমন বাক-স্বাধীনতা,মুক্ত আলোচনা,সামাজিক আন্দোলন) প্রক্রিয়ায় অংশগ্রহন করছে এবং কীভাবে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমর্থন বা প্রতিবাদ করার সুযোগ পাচ্ছে বা আদৌ পাচ্ছে কি না (যেমন যুদ্ধাপরাধীদের বিচারে সমর্থন, সীমান্তে বিএসএফ পরিচালিত হত্যাকান্ডের প্রতিবাদ, ইভটিজিংবিরোধি প্রতিবাদ ইত্যাদি)।
গবেষনা জরিপে ব্লগারদের অংশগ্রহন প্রার্থনা করে আমি গত ২৫ শে জানুয়ারি সামুতে পোস্ট দেই।দেখতে হলে এইখানে ক্লিক করুন ।সেসময় ব্লগারদের থেকে বেশ ভালো সাড়া পাওয়া যায়।এখন পর্যন্ত প্রায় ৮০ জনের মতো ব্লগার গবেষনা জরিপে অংশগ্রহন করে তাদের মতামত প্রদান করে গিয়েছে।যারা ইতিমধ্যে জইরপে অংশগ্রহন করেছেন তাদের নতুন করে অংশগ্রহনের প্রয়োজন নেই।
কীভাবে গবেষণায় অংশগ্রহন করবেন?
আমার এই গবেষণায় অংশগ্রহন করতে পারবে সামহোয়্যারিনইন ব্লগে একাউন্ট আছে এমন যে কোন ব্লগার।আপনি যদি গবেষণায় অংশগ্রহন করতে চান, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন ।ক্লিক করলে google doc-এর একটি ফর্ম আসবে।ফর্মটিতে থাকা প্রশ্নসমূহে জানতে চাওয়া হয়েছে সামহোয়্যারইন ব্লগের ব্লগার হিসেবে আপনার বিভিন্ন কার্ক্রম ও অভিজ্ঞতা সম্পর্কে।কী করে ফর্মটি ফিল-আপ করতে হবে, সেটার ইন্সট্রাকশন ফর্মের উপরে দেয়া আছে।সেগুলো ভালো করে পড়ে ফর্মটি ফিল-আপ করে জমা দিন।
আপনাদের সবার মতামত ও তথ্য পেলে আমি সেটার ভিত্তিতে প্রাপ্ত সামগ্রিক ফলাফল আমার প্রতিবেদনে প্রকাশ করবো।আমার পরিকল্পনা আছে গবেষনা থেকে প্রাপ্ত ফলাফল ব্লগ কতৃপক্ষ এবং আমার ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে ব্লগারদের জন্য ব্লগে প্রকাশ করবো।আপনার ব্যাক্তিগত তথ্য কখনোই কোথাও প্রকাশ করা হবে না এবং সেরকম কোন সুযোগও নেই।এই গবেষণাটি করার জন্য আমি ব্লগ কতৃপক্ষ হতে অনুমতি নিয়েছি এবং তাদের নিশ্চয়তা দিয়েছি ব্লগারদের থেকে প্রাপ্ত উপাত্ত শুধু একাডেমিক কার্যক্রমের উদ্দেশ্যে ব্যাবহার করা হবে। আপনি চাইলে নিজের পরিচয় গোপন করেও ফর্মটি ফিল-আপ করতে পারেন।সেক্ষেত্রে ফর্ম-এর ১ নং প্রশ্নের উত্তরে নিজের ব্লগ নিক লেখার বদলে লিখুন ‘অনিচ্ছুক’।তাহলেই আমি বুঝে যাবো আপনি নাম প্রকাশ করতে আগ্রহী নন।তবে আমি আবারও নিশ্চয়তা দিচ্ছি আপনার ব্যাক্তিগত তথ্য (যেমন বয়স, পেশা) কোথাও প্রকাশ করার আমার কোন সূযোগ নেই।সুতরাং আপনি নিশ্চিন্তে আপনার ব্লগ নিক প্রকাশ করতে পারেন।এছাড়া আপনি যদি ফর্মের অন্য যে কোন প্রশ্নের উত্তর দিতে রাজি না থাকেন তাহলে সানন্দে সেই প্রশ্নটি এড়িয়ে পরবর্তী প্রশ্নে চলে যেতে পারেন।ফর্মটি বুঝেশুনে ফিল-আপ করতে আপনার সময় লাগবে বড়জোর ৫ থেকে ১০ মিনিট।
লক্ষ্য করুন
গতবারের জরিপে অনেকেই ১১ নং প্রশে এসে আটকে গিয়েছিলেন।এই লিঙ্কে জানতে চাওয়া হয়েছে ব্লগে আপনার পোস্টসমূহের ভেতরে কোন ধরণের পোস্টের পোসেটের আধিক্য বেশী।আপনি হয়তো অনেক কিছু ব্লগে লিখে থাকতে পারেন কিন্তু যেটি নিয়ে সবচেয়ে বেশী লিখেছেন সেই অপশনটিতে ক্লিক করুন।অপশনের বাইরে গিয়ে এক বা একাধিঞ্জ উত্তর দিতে চাইলে others অপশনটি ব্যাবহার করুন।others অপশনটি আপনি অন্য যেকোন মাল্টিপল অপশনযুক্ত প্রশ্নে ব্যাবহার করতে পারেন। others অপশনটি কীভাবে ব্যাবহার করবেন তা শুরুতেই ফর্মের ওপরে ইন্সট্রাকশনে বলা হয়েছে।
আরেকটি সামান্য প্রবির্তন আনতে হয়েছে ১৯ নং প্রশ্নে।জানতে চাওয়া হয়েছে ব্লগ থেকে আয়োজিত প্রতিবাদ কর্মসূচীতে আপনি স্বশরীরে অংশগ্রহন করেছেন কি না? এখানে উত্তর দেবার ক্ষেত্রে শাহবাগের আন্দোলনটি বিবচেনা করবেন না।কারন শাহবাগের আন্দোলন শুরু করা ব্লগারদের অনেকেই টিভিতে বলে গিয়েছেন এই আন্দোলন শুধুমাত্র ব্লগারদের আন্দোলন নয়, এটা গণমানুষের আন্দোলন,ব্লগাররা কেবল তাদের মুখপাত্র।তাছাড়া প্রথমে ৮০ জন যারা জরিপে অংশগ্রহন করে গিয়েছেন তখন শাহবাগের মতো যেকোন আন্দোলন ছিলো কল্পনারও অতীত,তাই তারা শাহবাগের প্রেক্ষাপটের বাইরে থেকেই উত্তর দিয়েছেন।সুতরাং এই উত্তরটি দেবার ক্ষেত্রে শাহবাগের আন্দোলনটি বিবেচয়ায় না এনে আপনার উত্তর দিন
জরিপে অংশগ্রহন করতে গিয়ে যেকোন প্রশ্নের উত্তর দিতে সমস্যা হলে কমেন্ট করে জানান,আমি উত্তর দেবার চেষ্টা করবো।
ব্লগ নিয়ে গবেষনা করছি,ব্লগারদের সাহায্য চাইছি (রিপোস্ট)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৪টি মন্তব্য ১৪টি উত্তর
আলোচিত ব্লগ
ছি , অবৈধ দখলদার॥ আজকের প্রতিটি অন্যায়ের বিচার হবে একদিন।

ধিক ‼️বর্তমান অবৈধভাবে দখলদার বর্তমান নরাধমদের। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে । বীর মুক্তিযোদ্ধাদের ক্ষমা চাইতে হলো ! রাজাকার তাজুলের অবৈধ আদালতে। এর চাইতে অবমাননা আর কিছুই হোতে পারেনা।... ...বাকিটুকু পড়ুন
আম্লিগকে স্থায়ীভাবে নিষিদ্ধে আর কোন বাধা নেই

মঈন উদ্দিন ফখর উদ্দিনের ওয়ান-ইলেভেনে সরকারের ২০০৮ সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় বসে। এরপরই পরিকল্পিত উপায়ে মাত্র দুই মাসের মধ্যে দেশপ্রেমিক সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআরে পদায়ন... ...বাকিটুকু পড়ুন
মিশন: কাঁসার থালা–বাটি
বড় ভাই–ভাবীর ম্যারেজ ডে। কিছু একটা উপহার দেওয়া দরকার। কিন্তু সমস্যা হলো—ভাই আমার পোশাক–আশাক বা লাইফস্টাইল নিয়ে খুবই উদাসীন। এসব কিনে দেওয়া মানে পুরো টাকা জ্বলে ঠালা! আগের দেওয়া অনেক... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করা যেতে পারে ।

বাংলাদেশে আসলে দুইটা পক্ষের লোকজনই মূলত রাজনীতিটা নিয়ন্ত্রণ করে। একটা হলো স্বাধীনতার পক্ষের শক্তি এবং অন্যটি হলো স্বাধীনতার বিপক্ষ শক্তি। এর মাঝে আধা পক্ষ-বিপক্ষ শক্তি হিসেবে একটা রাজনৈতিক দল... ...বাকিটুকু পড়ুন
J K and Our liberation war১৯৭১


জ্যাঁ ক্যুয়ে ছিলেন একজন ফরাসি মানবতাবাদী যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান হাইজ্যাক করেছিলেন। তিনি ৩ ডিসেম্বর, ১৯৭১ তারিখে প্যারিসের অরলি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।