শাহিদ......
যদি আমার জন্য তোমার মনে করে কেমন কেমন.
ভেবো আমি আসব পাশে ভাবো না আসি যেমন ।।
বুজবো গো আমায় তুমি বেসেছ যে ভালো
অবশেষে আমার এ প্রেম তোমার এ মন রাঙ্গালো...।।
যদি আমার জন্য তোমার চোখে স্বপ্ন ঘুড়ি উড়ে
আমি তোমার হাতে নাটাই দেবো স্বপ্ন রেখো ধরে
বুজবো গো আমায় তুমি বেসেছ যে ভালো
অবশেষে আমার এ প্রেম তোমার এ মন রাঙ্গালো।
যদি দক্ষিণা হাওয়ায় তোমার গায়ে শাড়ির আঁচল দোলে
ভেবো তখন রয়েছি আমি লুকিয়ে তোমার চুলে
বুজবো গো আমায় তুমি বেসেছ যে ভালো
অবশেষে আমার এ প্রেম তোমার এ মন রাঙ্গালো।
বুজবো গো আমায় তুমি বেসেছ যে ভালো
অবশেষে আমার এ প্রেম তোমার এ মন রাঙ্গালো...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





