রাজশাহি বিশ্ববিদ্যালয় । শিবিরকে কোনঠাসা করে সেখানে রাজত্ব্য কায়েম করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ফলাফল????
#চাঁদাবাজি
#ছাত্রীদের উত্তক্ত করা
#ভীত সন্ত্রস্ত ক্যাম্পাস
ছাত্রলীগ রাবি ক্যাম্পাসে চাঁদাবাজির প্রতিযোগিতা শুরু করেছে। সাধারণ ছাত্রদের কাছে ৫০০০ থেকে ১৫০০০ এমনকি এর চেয়ে বেশি চাঁদা দাবি করছে। এক্ষেত্রে তাদের অস্ত্র হল শিবির বলে পেটাবে কিংবা পুলিশে ধরিয়ে দিবে এমন ভয় দেখান ।আবার চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে নিজেরাই শুরু করে মারামারি। মারামারি এ নিয়েও হয় যে ,ক্যান্টিনে কে কে ফ্রিতে খাবে। এ ধরনের অনেক ঘটনা ঘটছে যা কোনো পত্র পত্রিকায় আসে না।
ছাত্রীদের উত্তক্ত করায় ছাত্রলীগ বরাবরই ফাস্ট। রাবিতে তারা তা আবারো প্রমান করেছে। ছাত্রলীগ ক্যাডারদের হাত থেকে ছাত্রীদের নিরাপত্তা দিতে না পেরে রাবি কতৃপক্ষ ছাত্রীদের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করেছে। তাদেরকে দুপুর ২ তা থেকে ৪ তা পর্যন্ত ক্যাম্পাসে চলাফেরা করতে নিশেধ করা হয়েছে।
বাংলার মিডিয়া কোথায়?????
বাংলার মহান সাংবাদিকদের চোখে কি এগুলো পড়েনা। এ সকল সাংবাদিকদের কানা সাংবাদিক ছাড়া কী বলা যেতে পারে!!!!!!!!
লুক
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১০ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



