এইটা ছ্যাকা-খাওয়া প্রেমিক মেঘ, দেবদাস। হিরিদয়ে ফুটা হই গেছ। গালফ্রেন পার্বতি মেঘ অন্য বেটার লগে বিয়া বইছে, আইমিন বৃষ্টি হয়া ঝইরা গেছে।
দেবদাস মেঘ মাতাল টাল্টু হইল। গালফ্রেনের কাছে ছ্যাকা খায়া গ্যালাক্সিতে দুই বোতল মারছে। হুশ নাই, ঢুইলা ঢুইলা চলতেয়াছে।
টাল্টু দেবদাস ভাইয়া গোত্তা খাইয়া পড়ল চন্দ্রমুখীর ডান্সবারের সামনে।
চন্দ্রমুখীর নৃত্য দর্শন । ঝাকা নাকা ঝাকা নাকা দেহ দোলা না
লাইফটা আবার রঙ্গিল রঙ্গিল লাগে।
দেখা হইল আরেক ছ্যাকাখোর দোস্তের লগে। বোতলের পরে বোতল টানে দুইজনে মিল্লা।
দুইজনই মাল খায়া টোম হয়া পইরা থাকে
এদিকে দেবদাসের হিরিদপিন্ড, কইলজা ছ্যাদরা ব্যাদরা হয়া গেছে।
ডাক্তার কইল ইসিজি করতে।
রিপোর্টে দেখা যায় কইলজা ত্যানা ত্যানা হইয়া গেছে।
অবশেষে ... ... ... ... ...
দেবদাস ব্যাটা মরা ভুত হয়া গেলু। আকাশে তাহার প্রেতাত্মা মেঘ ঘুরাঘুরি করিতে দেখা গেলু।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




