হে মানুষ কন্যা তুমি পড়েছ কি?
হযরত খাদিজা (রা.) এর জীবনী!
হে মানুষ কন্যা তুমি পড়েছ কি?
হযরত আয়েশা (রা.) এর জীবনী!
হে মানুষ কন্যা তুমি পড়েছ কি?
হযরত ফাতেমা (রা.) এর জীবনী!
আরো আছেন যারা সেরা জান্নাতি
পড়লে হবে তোমার জ্বলজ্বল মতি!
চাল-চলনে এদের মত হলে-
সঙ্গী হিসেবে চাই তোমাকে বলে!
এতো নিখুত চরিত্র ও আদর্শ
তারপরও অস্পষ্ট দেখো! পাও হর্ষ!
সত্যিই আমি চিন্তিত! ভিশন দুঃখিত
তোমরাই হবে একদিন ক্ষতিগ্রস্ত, নত!
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




