প্রত্যহ প্রায় প্রত্যেকের নজরে পড়েছে-
কুত্তার আর কুত্তির (বেওয়ারিশ কুকুর) মিলন!
পথে-ঘাটে, শহর, গ্রাম, এলাকায়
পৃথিবী জুড়ে সর্বত্র দেখা যায়!
আরো দেখা যায় “discovery টিভি চ্যানেল”-এ
দেখা যায় অপার্থিব জগতে!
এখন তো প্রত্যক্ষ পায় প্রকাশ
তরুণ আর তরুণীর রোম্যান্স!
নির্লজ্জ শব্দটি সব ভাষায় হয় ব্যবহৃত
লজ্জাও সব জাতি নারীর মাঝে পাওয়া যায় কত!
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




