ব্লগ প্রতিদিন গীবত,পরচর্চা,পরনিন্দা,গালমন্দ,আঁতলামো,দেশপ্রেম,খোঁচানো,চিন্তাশীল কুচিন্তা করার মত কিছু না কিছু পেয়েই যায়। একদিন রোজালীন,কিছুদিন রোজালীন...একদিন রূমানা, সাঈদ; কিছুদিন রূমানা, সাঈদ ...
এখন কবীর চৌধুরী...লাও ঠ্যালা...
হয়তো এভাবেই শুধু বাঙ্গালীই ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারে বলে আমরা বাঙ্গালী। এই বাঙ্গালীর মাঝে কিছু লোক ব্লগার। এই ব্লগাররা টিকে থাকবে বলেই আমরা আজীবন বাঙ্গালী হয়েই থাকবো।
এ এক ব্যাপক বিনোদন কেন্দ্র।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



