মেইলখানা পাঠাইছে নাইজেরিয়ার একজন ব্যাংকার ( স্বঘোষিত, যদিও এইটা বিশ্বাষ হ্ইতেছে না ), কারন এড্ড্রেস তেমন নাই, নাম আর ফোন নং দিছে....
লিখেছে , এইটা খুবই কনফিডেনসিয়াল। আমার একটা ব্যাংক একাউন্ট নং চাইছে। কারন বড় এমাউন্টের টাকা পাঠাইবো। এর ৬০ ভাগ ঐ বেটা লইবো আর ৪০ ভাগ আমারে দিবো। কারন ওর ব্যাংকের একজন গ্রাহক প্রচুর টাকা রাইখা মারা গেছে, তার কুনো নমীনিও নাই। তাই এই সুযোগ লইয়া ঐ বেটা আমারে ওফার দিছে। আমি যদি রাজী থাকি তাইলে ও আমার ঠিকানা, সেল নং সব বিস্তারিত চাইছে...ঐ রকম কারবার না-কি আগেও ঘটেছে।
আমার একাউন্টে টাকা পাঠানোর পর এই দেশে আইসা ওর ভাগের টাকা লইয়া যাইবো।
ওতো আমাকে একের পর এক মেইল দিয়া যাচ্ছে, জানতে চাচ্ছে আমি রাজী কি-না ।
এব্যাপারে কারো জানা থাকলে পরামর্শ দিয়েন। যদিও আমি এই বিষয়টা এড়িয়ে চলছি। আমি ওর মেইলের কুনো রেসপন্স দিচ্ছি না।
আমার কাছে ফ্রট মনে হচ্ছে আর এইসব ব্যাপারে এগোনোর কুনো ইচ্ছাও নাই। ঐ ব্যাটা আমার ই-মেইল এড্ড্রেস পাইলো কেমনে?
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১০ রাত ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



