প্রতিদিনি ব্লগে ডুকে বিনোদিত হই যতই হোক সেটি গম্ভির বিষয় আমি কতটা বেরশিক তাই না?
রাজনীতি বা দেশদ্রহীতা ইত্যাদি বিষয়ের লেখা পড়ে মনের কোনেই একটি সাইন ভেসে উঠে ----ইয়াক ।
কারো ছিন্তাইয়ের ঘটনায় হাসি পায়।
পদ্মা সেতু নিয়ে আলোচনা দেখে মনে মনে বলি আজাইরা প্যাচাল।
মানুষ খুনের কথোপোকথন দেখে মনে হয় - এটাতো নৈমান্তিক ব্যাপার।
কারো স্মরনে কিছু লেখা দেখে ভাবি মানুষের আজাইরা কোন কাম নাই?
প্রতিদিন এমন ১০ থেকে ১৫ টা ব্লগ বা খবর পড়ি।
কিন্তু আমি কোনটাকেই আমার উপযুক্ত কিছু মনে হয়না তাহলে কি আমি মানুষের পর্যায়ে পড়ি না?
পেশগত দিক দিয়ে আমি এমন একটা কাজ করি যেটা মানুষ নিয়ে কাজ কিন্তু আমিতো মানুষ নই তাহলে এই ভন্ডামী কেন?
তবে আমি সত্যিকারে রিয়্যাকসন দিতে ভালবাসি বা নিজেকে রাগান্নিত অবস্থায় দেখি।
যখন কেউ বলে এ দেশের মানুষকে দিয়ে কিছু হবে না বা বাঙ্গালি জাতিটা কারাপ। কথাগুলতো নিজেকেই বলি আমি প্রায়ই বন্ধুর আড্ডায়।
আমিতো মানুষ নই তাহলে আমি কেন ইমোশনাল?
দেশকে নিয়ে ভাবার অনেক লোক আছে তাই নিজেকে নিয়ে ভেবেই কুলাতে পারি না ,,, এর মধ্যে আবার দেশ। আপনি বাচলে বাপের নাম।
এই কথায় আমিতো অবশ্যই দেশদ্রোহী
আমি আসলে এত কথা লিখতে চায়নি ..তারপরও কেন যানি নিজের গীবত গাইতে ইচ্ছে হল। এত যেনে পড়ে লিখে কি হবে যেখানে নিজের কোন স্বার্থই উদ্ধার হবে না।
সে জন্যে আর না লিখি :০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




