
নিরেট-নিঃসংগ আমি
আকাশের ঐ শংখনীলে করুণ সুরগুলো
আছড়ে পড়ে অসীম দিগন্তে ছন্নছাড়া
স্তব্ধ রাত্তিরে ডেকে ওঠে ঝি ঝি
রক্তে রাংগা ফুলসজ্যায় নির্বাসিত তনু
অপবাদের গ্লানি মেখে বিলাপ করে যায় জীবনভর
নিঃসংগ আমি, বসে বসে ঝলসানো দুঃখে
প্রশান্তির দ্বীপরেখা একে যাই সীমাহীন সীমানায়
অলস দুপুরে অবসন্ন মনে নীল নীলিমায়
উত্তাল সমুদ্রের মত সপ্নচারিণী তুমি
মায়াভরে হাত দুটো বাড়িয়ে
স্বর্গসুখ দিয়ে যাও দুর্বোধ্য বেদনায়
নিস্তব্ধ অভিমানে রচনা করো সুখের আবেশ
আকাশের দরজা খুলে পানি করি আমি পথভ্রষ্ট মানবতা
অভিমানী তুমি ফিরে তাকালেনা, ছড়িয়ে শুভাশিষ
নিঃসংগ আমি, নিঃসংগ অনাদিকাল।
আমি ছোটবেলা থেকেই মায়াবী প্রকৃতিতে তন্ময় হয়ে থাকি,প্রজাপতি-ফড়িং এর রাজ্যে! আমার জগৎ সাজিয়েছি আমি নিঃসংগ সুরের মূর্ছনা আর একাকী সৌন্দর্য্যে। সেখানে আমি বিচরণ করি নিঃশব্দে, তাই কখনও থমকে যাই অনিয়ম, অবিচার কিংবা কুতসিৎ আচরণে। আমার নিঃশব্দতা ফেটে পড়ে প্রতিবাদে................
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




