ডিয়ার পোলাপাইন'স
তোমরা অনেক চমৎকৃত হবার মত কাজ করেছো, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়িমুক্ত একটি দেশ দেখিয়েছো, ইমার্জেন্সি লেন রেখে কিভাবে গাড়ি চালাতে হয় সেটা দেখিয়েছো। তোমাদের থেকে দেশ অনেক চমৎকৃত হবার মত কিছু শিখেছে দেখেছে।
সময়টা এখন পড়াশুনোর, তোমরা তোমাদের বিশ্রামহীন জীবনের মুল্যবান অনেক শিক্ষা ঘন্টা আমাদের দিয়ে কৃতজ্ঞ করেছো, একটি ইতিহাস গড়েছো। আমরা চাই না সে ইতিহাস কলিংকিত হোক রাজনৈতিক অনুপ্রবেশ দ্বারা। তোমাদের নিকট বিনীত অনুরোধ, তোমরা তোমাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবে!
চাই না কোন রাজনৈতিক দুষ্টতা দ্বারা তোমরা ক্ষতিগ্রস্ত হও
চাই না তোমরা রাজনৈতিক চালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতৃক নিগৃহীত হও!
চাই না কোন এক অগা মগা সেলিব্রেটি ফেইসবুকে এসে ঢোক গেলা কিংবা নাক-মুখ বাধা রমনীর চিৎকারে জাতিকে বিভ্রান্ত করে আন্দোলন কলংকিত হোক।