গুগলে সার্চ করে দেখেনঃ
fastest growing religion in united kingdom
fastest growing religion in united states
fastest growing religion in asia
fastest growing religion in india
fastest growing religion in china
fastest growing religion in france
fastest growing religion in the world
খুবই দুঃখজনক হইলেও সত্য যে মুসলমানেরা সংখ্যায় খুবই দ্রুত হারে বেড়ে যাইতেছে। ইসলাম বিদ্বেষী ভাইদের উদ্দেশ্য করেই আমি আসলে এই আর্টিকেল খানা লিখতেছি।
উনাদের কেহ কেহ এই কথা বলতেছেন যে ইসলামের সংখ্যা বাড়তেছে এর কারন হইল-
১। ইসলাম কেহ কেহ ত্যাগ করতে সাহুস করে না
২। মুসলমান মেয়েরা অধিক হারে সন্তান জন্ম দেয়
৩। , , আর খুঁজে পাওয়া যাইতেছে না
পশ্চিমা সেকিউলার মিডিয়া ও উহাদের বিষ্টাখোর থার্ড ক্লাস মিডিয়া (লাইক বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া) ইসলামের বিরুদ্ধে যতই কালি মাখাক না কেন বাস্তবে দেখা যায় যে উহাদের অপ প্রচার শাপে বর হইয়া যাইতেছে। হাজার হাজার ক্রিশ্চিয়ান/জিউ/হিন্দু/বৌদ্ধ ইসলামের কালি নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে আবিস্কার করে ফেলে ইসলামের শাশ্বত সৌন্দর্য।
পশ্চিমা বুদ্ধিজীবী ও তাদের শিষ্যুরা এখনো প্রচার করে ইসলাম তরবারি দ্বারা বিস্তৃত হইয়াছে। অথচ শত শত বছর ভারতে শাসন করার পরেও ভারতের অধিকাংশ জনগণ হিন্দু থেকে যায়, ঐ দূর প্রাচ্যের কোটি কোটি মানুষ মুসলমান হইয়া যায় যেইসব দেশে আদতে কখনো কোন মুসলিম আর্মি নামেনি।
ইসলাম যে মহান ও সত্য ধর্ম তা খুব সহজেই বুঝা যায় যেমন দেখেন আমাদের আযানে কি বলা হয়-
আল্লাহ মহান
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নেই
আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সঃ) আল্লাহর প্রেরিত দূত
প্রার্থনায় এসো
এসো কল্যাণে
আল্লাহ মহান
আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই
এত সুন্দর ও চমৎকার বাক্যগুলো থেকেই মনে হবে যে এই ধর্ম সুন্দর, এই ধর্মই মানবতার জন্য, এই ধর্মই ইশ্বর প্রেরিত ও অনুমোদিত ধর্ম।
https://youtu.be/ER0-7672uLI
মুসা আঃ ছিলেন কঠোর, বনী ইসরাঈল জাতিকে লাইনে আনা সম্ভব হয়নি মিরাকল সমুহ + কঠোর সব শাস্তি দিয়েও। ঈসা আঃ ছিলেন সফট, শুধুই সত্য সুন্দরের বাণী প্রচার করেছিলেন তিনি। ফলঃ তাকে ক্রুশবিদ্ধ করার পরিকল্পনা করে ইয়াহুদীরা। (অবশ্য আল্লাহ তাকে সেইভ করেন)
মানব ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় যে হযরত মুহাম্মাদ সাঃ ছিলেন মৃদু হাসী মানুষ। তিনি উচ্চস্বরে কখনো হাসেন নি। খুবই ন্যায়পরায়ণ মানুষ ছিলেন তিনি, অথচ তিনি ছিলেন একজন সেনাপতি!
আল্লাহ হজরত মুহাম্মাদ সাঃ কে একই সাথে কোমলতা (ঈসা আঃ) ও কঠোরতা (মুসা আঃ) দিয়ে পাঠিয়েছিলেন। আর এই সুযোগে পশ্চিমের মিডিয়া আর তার লেজুড়েরা ইসলামের ওপর কালিমা লেপন করার চেস্টায় রত থাকে। কিন্তু আল্টিমেইটলি কি হচ্ছে?
https://www.youtube.com/watch?v=Or7pwR60ilE
https://www.youtube.com/watch?v=oG9Aa49X1ww
https://youtu.be/U3ahyLqswco
People plans god laughs!
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০২