[Source photo: Getty Images]
লেখাটি হতে পারে গল্প, কবিতা কিংবা প্রবন্ধ। পুরস্কারটা অংক দেখেই বুঝা যাচ্ছে বাস্তবিক, তাই ভুয়া ভাবার কারণ নেই। এক লাখ টাকা বড় কথা না, বড় কথা চ্যালেন্জ নেওয়া। খেয়াল থাকে যেন - অবশ্যই নিম্নলিখিত কন্ডিশন যেন ফিলআপ হই-
১। বইয়ে ৯৯% ব্যাকরণ সমস্যা থাকবে না।
২। যেকোন ভাষার বই হতে পারে তবে বইয়ে গুণগত মান থাকতে হবে।
৩। গাণিতিক এলগরিদম প্রয়োগ হইতে হইবে যেমন বইয়ের অক্ষর বিন্যাস এমনভাবে হইতে হবে যে একটি বেজ নাম্বার ব্যবহার করলে দেখা যাবে ঐ নাম্বার দিয়ে অক্ষর বিন্যাসের অনিন্দ্য সুন্দর মিল পাওয়া যাইবে।
৪। বইয়ে আগামী এক হাজার বছরের ভবিষ্যৎ আবিষ্কারের স্বরুপ পাওয়া যাইবে (যেমন নোবেল বিজয়ীদের আবিস্কার)
৫। কোন অবান্তর কথাবার্তা থাকবে না।
৬। বইয়ে ছন্দ থাকবে, ছন্দ থাকার কারণে মুখস্থ করা সহজ হইবে।
৭। বইয়ের মধ্যে কমপক্ষে ৫০০০ বাক্য/লাইন থাকবে।
৮। বইয়ের কোন তথ্য আজগুবি হইতে পারবে না।
৯| লেখা হবে সুন্দর, লেখা পড়লেই যেন অন্তর/মন শীতল হয়ে যায়।
দেখুন, ইহা সম্ভব হয় কি-না।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৩০