জীবনে পূর্ণতা পরিমাপ করার মনে হয় কোন মাপ কাঠি নেই। তারপরেও যদি বলি একটা সুন্দর সুখের সংসার, একটা ছেলে , একটা মেয়ে, ছোট ছোট সাধ পূরণ করার সামর্থ্য, নিজের একটা সম্মানজনক অবস্থান আর ভিষণ যত্নশীল একজন স্বামী - এসব মিলিয়ে একটা মেয়ের জীবন পূর্ণ হয়, তবে আমি সত্যি, সত্যি আজ পূর্ণ। গত আটটা বছর যাবৎ আমাকে একটু, একটু করে পূর্ণ করেছো - তুমি।
তোমাকে ভালোবাসি, এমন রোমান্টিক কথাবার্তা আমার বলা হয়ে ওঠে না। কিন্তু আমি জানি যে তুমি ঠিক বুঝতে পারো তোমাকে ছাড়া আমি ঠিক কতটা শূন্য, কতটা অপূর্ণ।
গত আট বছর যাবৎ ,
আমার সকল রাগ, বকাঝকা, অভিমান সহ্য করার জন্য,
আমাকে সুখি করতে নিজেকে আমূল পরিবর্তন করার জন্য,
বলার আগেই আমার মনের কথা বুঝতে পারার জন্য,
আমাকে একটু আরাম আর স্বাচ্ছন্দ্য দিতে গিয়ে নিজে অক্লান্ত পরিশ্রম করার জন্য,
সবসময় আমার সিদ্ধান্তে '' হ্যা'' বলার জন্য ( হা, হা বিকজ মোস্ট অফ দ্যা টাইম আই এম রাইট ),
আমাকে পূর্ণ করার জন্য,
তোমাকে ধন্যবাদ ।
আজকে না হয় বলেই ফেলি -
ওমর - আয়েশার আব্বু,
তোমাকে ভালোবাসি, অনেক, অনেক।
শুভ বিবাহ বার্ষিকী
বউ




সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




