*************"জীবন যখন মরিচিকা "**************
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
.
.
.
.
.
.
.
.
যেখানে নূপুরের নিক্কন ধ্বনি হৃদয়কে ভেঙ্গেছে - শত টুকরো কাঁচের মত ,
সহস্র তীব্র রঙ্গিন রশ্মি বিচ্ছুরিত হয় সেখান থেকে , চোখ ধাঁধানো ,
অন্ধকারের জীব ছটফটিয়ে মরে , তাতে কী ? গিয়ে ঐ আস্তাকুড়ে ,
আলো সে জ্বালাময়ি অতি , বুকে বিঁধে করে ভয়ংকর বিক্ষত-ক্ষত ।
তাতে তার কী-বা আসে যায় ? দোষ তো ব্যাটা তার, যার পড়েছে ভীষম দায় ।
যেখানে উড়ন্ত কৃষ কেশ হৃদয়কে বেঁধেছে – খুনে ফাঁসির দড়ির মত ,
গলায় অস্পষ্ট গোঁগানি , দূরে ঐ একটানা গো-শকট এর চাকার ঘড়ঘড়ানি ,
যেভাবে হারিয়েছে বিশ্বাস , নিঃশ্বাসে-নিঃশ্বাসে মরা পচা শবের দূর্গন্ধ –
-ছড়ায় নির্লজ্জের এক শেষ , মরার আগেই মরেছে হাজারো-শত।
তাতে তার কী-বা আসে যায় ? দোষ তো ব্যাটা তার, যার পড়েছে ভীষম দায় ।
যেখানে ঠোঁটের বাঁকানো হাঁসি হৃদয়কে কাঁদিয়েছে – খরস্রতা রক্ত গঙ্গার মত ,
দেহের সমস্ত শিরা-ধমনি এনে শেষ করেছে পোড়া চোখে , জানিনা সে কী –
জ্বালাময়ী অজানা ধুম্রজালের বসে , টপ-টপিয়ে গড়ে পড়ে অবাধ্য ফোঁটায়-ফোঁটায় ,
জিহ্বাতে পাই খুনে নোনতা স্বাদ , নতুন নয় - আনেক দিন হল , হয়েছে গত ।
তাতে তার কী-বা আসে যায় ? দোষ তো ব্যাটা তার, যার পড়েছে ভীষম দায় ।
যেখানে কাজল আঁখি দিয়েছে হৃদয়কে ফাঁকি – মরুভূমির অচেনা মরিচিকার মত ,
সমস্ত স্বপ্ন আশা নিয়েছে শুষে , উত্তপ্ত বালি আর বালি , কিছু ক্যাকটাস –
রয়েছে না বাঁচিয়া বাঁচি , সে তো তপ্ততারই আহাজারি , ভীষন রূপ ,
অন্ধকারের সামান্য আলো যেমন বাড়ায় কালো , বিকৃত হতাশা যত ।
তাতে তার কী-বা আসে যায় ? দোষ তো ব্যাটা তার, যার পড়েছে ভীষম দায় ।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ঘরে ফেরার টান
ছবি নেট।
তুমি মানে
সমস্ত দিনের ক্লান্তি শেষে
নতুন করে বেঁচে থাকার নাম।
তুমি মানে
আড্ডা,কবিতা,গান
তুমি মানে দুঃখ মুছে
হেসে ওঠে প্রাণ।
তুমি মানে
বুক ভরা ভালোবাসা
পূর্ণ সমস্ত শূন্যস্থান।
তুমি মানে ভেঙ্গে ফেলা
রাতের নিস্তব্ধতা... ...বাকিটুকু পড়ুন
তুমি মানে
সমস্ত দিনের ক্লান্তি শেষে
নতুন করে বেঁচে থাকার নাম।
তুমি মানে
আড্ডা,কবিতা,গান
তুমি মানে দুঃখ মুছে
হেসে ওঠে প্রাণ।
তুমি মানে
বুক ভরা ভালোবাসা
পূর্ণ সমস্ত শূন্যস্থান।
তুমি মানে ভেঙ্গে ফেলা
রাতের নিস্তব্ধতা... ...বাকিটুকু পড়ুন
বজলুল হুদাকে জবাই করে হাসিনা : কর্নেল (অব.) এম এ হক
মেজর বজলুল হুদাকে শেখ হাসিনা জবাই করেছিলেন।
(ছবি ডিলিট করা হলো)
শেখ মুজিবকে হত্যার অপরাধে ২৮শে জানুয়ারী ২০১০ এ মেজর (অব.) বজলুল হুদা সহ মোট ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাত... ...বাকিটুকু পড়ুন
মি. চুপ্পুর পক্ষ নিয়েছে বিএনপি-জামাত; কারণ কী?
বিএনপি গত ১৬ বছর আম্লিগের এগুচ্ছ কেশও ছিড়তে পারেনি অথচ যখন ছাত্ররা গণহত্যাকারীদের হটিয়েছে তখন কেন বিএনপি চু্প্পুর পক্ষ নিচ্ছে? অনেকেই বলছে সাংবিধানিক শুন্যতা সৃষ্টি হবে তার সংগে বিএনপিও... ...বাকিটুকু পড়ুন
ব্লগারেরা প্রেসিডেন্ট চুপ্পুমিয়াকে চান না, কিন্তু বিএনপি কেন চায়?
**** এখন থেকে ১৯ মিনিট পরে (বৃহ: রাত ১২'টায় ) আমার সেমিব্যান তুলে নেয়া হবে; সামুটিককে ধন্যবাদ। ****
***** আমাকে সেমিব্যান থেকে "জেনারেল" করা... ...বাকিটুকু পড়ুন
ফিকাহের পরিবর্তে আল্লাহর হাদিসও মানা যায় না
সূরা: ৪ নিসা, ৮৭ নং আয়াতের অনুবাদ-
৮৭। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নাই। তিনি তোমাদেরকে কেয়ামতের দিন একত্র করবেন, তাতে কোন সন্দেহ নাই। হাদিসে কে আল্লাহ থেকে বেশী... ...বাকিটুকু পড়ুন