জানি অনেকেই হয়ত অধীর হয়ে বসে আছেন এমন একটি পোষ্টের বিরোধীতা করে বিভিন্ন নেতিবাচক মন্তব্য লিখে পোষ্টটি যে অত্যন্ত হাস্যকর ও অমূলক তা প্রমান করার জন্য । তবে আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের বাংলাদেশের সকল স্তরের জনসাধারন অত্যন্ত সচেতন এবং সময়ের প্রয়োজনে অবিশ্বাস্যরকম একজোট ও সচেতন হয়ে যে কোন সমস্যার সঠিক সমাধান করতে পারে ।
বিভিন্ন ধরনের বি-জাতীয় অপ-সংস্কৃতি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের দেশে বেপক হারে প্রচারিত ও প্রসারিত হচ্ছে । যার কু-প্রভাব আজ আমাদের ব্যক্তি, পরিবার , সমাজ এমনকি পুরো সোনার বাংলাদেশ এর রন্ধ্রে-রন্ধ্রে ছড়িয়ে পড়েছে । এগুলোর খারাপ ফলাফল আজ আমরা স্ব-চক্ষে বিভিন্ন সংবাদপত্র এবং ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে এমনকি মাঝে মাঝে নিজের নিকটস্থ সমাজে দেখতে পাচ্ছি ।
আর এর খারাপ প্রভাবের ভূক্তভোগী হতে হচ্ছে আমাদেরই সমাজের ও পরিবারের ভাই-বোন , অত্মীয়-স্বজনদের । আমদেরই সমাজের কারো বোন, কারো মেয়ে কারো স্ত্রী কে হতে হচ্ছে ভিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লাঞ্ছিত । এমনকি তাদেরকে শারিরিক ভাবে লাঞ্ছিত করার পর নির্মম ভাবে হত্যা করা হচ্ছে । সেই লাশ কে করা হচ্ছে শত টুকরো । টয়লেট থেকে উদ্ধার হচ্ছে গলিত লাশ ।
এমনকি পাষবিকতা এতটাই নিন্মে চলে গেছে যে ছোট ছোট নিষ্পাপ ফুলের মত কোমল ৪-৭ বছরের বাচ্চারাও এসব পোশুদের হাত থেকে রক্ষা পাচ্ছে না । ছি ছি ছি , কী লজ্জা , ধিক্কার আমাদের নিজেদেরকেই ।
আর যারা এসব জঘন্য পোশু প্রবিত্তির সাথে জড়িত হচ্ছে এবং ক্ষমার অতীত এসব অপরাধে অপরাধী তারা কিন্তু আমাদেরই সমাজের এমনকি আমাদেরই কারো না কারো পরিবারের ভাই , সন্তান , স্বামী । তা তো আমারা কখনোই অস্বীকার করতে পারি না । আর তাই এসবের দায়-ভার পরোক্ষভাবে আমাদেরও ওপর ও বর্তায় ।
আমরাই আমাদের সুন্দর সুস্থ সমাজকে কোলুষিত করছি প্রত্যক্ষ অথবা পরক্ষ ভাবে যা আমরা নিজেরাও অনেক সময় বুঝতে পারছি না । আমাদের সমাজ যদি আমরা সুস্থ না রাখি তবে তার জন্য ভুগতে হবে আমাদেরই মা-বোন , স্ত্রী-কন্য , ভাই-ছেলে-বন্ধু ও সবাইকে । আর যার পরিণতি হবে আরো আরো ভয়াবহ ।
কাজেই আমাদেরকে এখনই সচেতন হতে হবে সবাইকে , এসব অন্যায়কারীর বিরুধ্যে শধু রুখে দাঁড়ালেই হবে না সাথে সাথে আমাদের সচেতন হতে হবে মোবাইল , বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অশ্লীল বি-জাতীয় অপ-ব্যবহার সম্পর্কে ।
রুখে দাঁড়াতে হবে ভালবাসা দিবস এর অপব্যবহার করে পালিত বিভিন্ন অপকর্ম ও অশ্লীল কর্মকে । বাঁচাতে হবে আমাদের সমাজকে ।
নইলে আমাদের এসব ভুলের অত্যন্ত কঠর ও মানবিকতাহীন চরম মূল্য দিতে হবে আপনার আমার মেয়ে-বোন-স্ত্রী , ভাই-ছেলে-বন্ধু সবাইকে ।এই সকল ছোট ছোট ফুলের তূল্য বাচ্চাদের মত করুন দশা হতে পারে আমার-আপনার মেয়েরও ।
তাই সময় থাকতে অসুন সবাই সচেতন হই । বাচ্চারা কাদা মাটির মত তাদেরকে যা শিখানো হয় তারা তাই শিখে । তাদেরকে যে ভাবে , যে পরিবেশে মানুষ করা হয় তারা সে ভাবেই বেড়ে ওঠে । তাই আসুন তাদেরকে একটি সুস্থ, সুন্দর, শ্লীল, পরিবার ও সমাজে গড়ে তুলি । তাদেরকে উপহার দেই একটি অশ্লীল মুক্ত সমাজ ও দেশ যেখানে থাকবেনা কোন শ্লীলতা-হানি , থাকবেনা কোন বোন-কন্যার শ্লীলতা-হীন শত টুকরো ও গলিত , ঝুলন্ত লাশ , থাকবে না কোন বাবা-মায়ের আহাজারি ।