কিছুদিন ধরে ব্লগে আস্তিকতা আর নাস্তিকতা নিয়ে অনেক তোল-পাড় চলছে । কেউ যদি জ্ঞান-হীন বদ্ধ উন্মাদ পাগল না হয়ে_ও পুরোপুরি জ্ঞান থাকার পর ও নাস্তিক হয়ে থাকে তাইলে তা তার সম্পূর্ন ব্যক্তিগত ব্যাপার , তাই নয় কী ?
কিন্তু যদি কেউ বা কারা ইসলামের নামে মহানবী হজরত মোহাম্মদ (সাঃ) এর নামে অথবা মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে অত্যন্ত কূরূচিপূর্ণ , ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগে এমন কোন কথা বলে থাকে অথবা প্রচার করে থাকে তাইলে তা অবশ্যই অত্যন্ত দুঃখজনক, নিন্দাজনক এবং হতাশাজনক ।
সে যেই হোক না কেন আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সে বা তাদের প্রতি আমার কোন সহানুভূতি নেই ।
যারা ইসলামের নামে মহানবী হজরত মোহাম্মদ (সাঃ) এর নামে অথবা মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে অত্যন্ত কূরূচিপূর্ণ , ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগে এমন কোন কথা বলছে অথবা প্রচার করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হোক এবং যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক ।
আর যে সরকার বা রাষ্ট্র-পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা যদি এসব গর্হিত কাজের সঠিক বিচার না করেন তাইলে সে সরকার বা রাষ্ট্র-পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের প্রতি আমার কোন সমর্থন নেই এবং সেই সরকার বা রাষ্ট্র-পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের প্রতি আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ।
যারা এই ধরনের অত্যন্ত গর্হিত কাজ করছেন তাদেরকে বলব , এসব কাজ হতে বিরত থাকুন ,তওবা করুন , আল্লাহ কে ভয় করুন । আল্লাহ সর্বোচ্চ রহমান এবং দয়ালু ।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং যারা এই ধরনের অত্যন্ত গর্হিত কাজের সাথে জড়িত তাদেরকে হেদায়েত দান করুন , আমিন ।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




