ছোট বেলা থেকেই ভাবি এক, হয় আর এক! । কেন হয় জানিনা । হয়তো আমার নিজের মন , নিজের মস্তিষ্ক আমাকে ধোকা দেয় । কেন দেয় তাও জানিনা । এমনই কিছু ঘটনা আজ শেয়ার করছি :
১/ ছোট বেলায় অতি আনন্দের সাথে ছোট ছোট মাছ ধরে নিয়ে এসে সে আনন্দ ক্ষনিকেই মিটিয়ে যেত যখন মা বলতো এইগুলো তো ব্যাঙ্গাচি (ব্যাঙ্গের বাচ্চা ) !!!
২/ ছোট বেলায় অনেক বড় চুম্বক পাওয়ার লোভে টেবিল ফ্যান ও তার মটর ভেঙ্গে দেখি ভেতরে কোন চুমক নেই , শুধুই তামার তার জড়ানো!!!
৩/ ছোট বেলায় ভাবতাম নীল আমস্ট্রং , এডুইন অলড্রীন এরা চাঁদে যেয়েও চাদের চরকা কাটা বুড়িকে নিয়ে আসতে পারে নি । আমি বড় হয়ে চাদের অভিযাত্রী হয়ে সেই চাদের বুড়িকে এই ধরনিতে নিয়ে আসব
৪/ ছোট বেলায় ভাবতাম মানুষ এত্ত কষ্ট করে টাকা খরচ করে অমেরিকায় যাওয়ার দরকার কী , মাটি খুড়তে খুড়তে ওপারে গেলেই তো আমেরিকা !!! । বড় হয়ে জানেছিলাম অভিকর্ষ কেন্দ্র ও জলন্ত লাভা সম্পর্কেখুব মন খারাপ হয়েছিল । এখন ভাবলে খুব হাসি পায়
৫/ ছোট বেলায় ভাবতাম মা আমার সাদা জামায় যে নীল দেন সে নীল বাতাসে উপড়ে উঠে যায় , যার কারনে আকাশ নীল !!! । বড় হয়ে জানলাম নীল অলোর তরঙ্গ দৈর্ঘ্য কম কাজেই বিচ্ছুরনও বেশি তাই আকাশ নীল । মন খারাপ হয়েছিল
৬/ ছোট বেলায় খুব ভাবতাম সবাই যে কথা বলে এগুলো কোথায় যায় । ভাবতাম নিশ্চয় এগুলো বাতাসে থেকে যায় , বড় হয়ে এমন এক যন্ত্র আবিষ্কার করবো যা দিয়ে বাতাসে লুকিয়ে থাকা আগের কথাগুলো ফিরিয়ে আনা যাবে!!! । বড় হয়ে যখন তরঙ্গ ( wave ) সম্পর্কে জানলাম তখন খুব মন খারাপ হইছিল । এখন খুব হাসি পায়
"এই জীবনে এসেও মাঝে মাঝেই অনেক ভূল ধারনার অবতারনা হয় , যে ধারনায় মন হয় পুলকিত , জীবন হয় হঠাত অতি আনন্দময় । মনে হয় জীবনের চাওয়া আজ পূরন হল । কিন্তু মূহুর্তেই তা ভূল বলে পরিণত হয় । মনটা খুব খারাপ লাগে তখন । হয়তো পরে কখনো এগুলো নিয়ে অনেক হাসি লাগবে । সে অপেক্ষায় থাকলাম ……….. "
এমন আরো ভাবনা ছিল আমার ছোট বেলায় যা লিখতে গেলে লেখা অনেক বড় হয়ে যাবে । আর আপনাদেরও হয়তো পড়ার ধৈর্য থাকবে না । আপনারা আপনাদের ছোটবেলার এমন বা যেকোন ভাবনাগুলো আমার সাথে শেয়ার করলে আমার ভাল লাগবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




